যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার নেতিবাচক মনোভাব স্পষ্ট হতেই ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে তৎপর হল আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নাল-সহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে ৩৩৫০ ইউনিট ‘এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন’ (ইআরএএম) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
২৫০ কিলোমিটার পাল্লার ইআরএএম আদতে যুদ্ধবিমান থেকে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র। দৃশ্যশক্তির বাইরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র তুলনামূলক সস্তা। আমেরিকা থেকে ৩৩৫০ ইউনিট ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনের খরচ হবে ৮৫ কোটি ডলার (প্রায় ৭৪৫১ কোটি টাকা)। ইউক্রেনের হয়ে এই অর্থ আমেরিকাকে দেবে পশ্চিম ইউরোপের দেশগুলি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন জানাচ্ছে, আগামী ছ’সপ্তাহের মধ্যেই কিভকে ইআরএএম সরবরাহ শুরু করবে ওয়াশিংটন। কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, রুশ সেনার বিরুদ্ধে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকারকে পেন্টাগনের অনুমোদন নিতে হবে। এই ক্ষেপণাস্ত্র পেলে ইউক্রেন সেনার স্ট্যান্ড-অফ স্ট্রাইক ক্ষমতা অনেকটাই বাড়বে। ফলে আগামী দিনে যুদ্ধের অভিঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা।