Russia Ukraine Conflict

এ বার রাশিয়ার তাতারস্তানে ড্রোন হামলা ইউক্রেনের! এখনও পর্যন্ত এক জনের মৃত্যু, জখম অনেকে

গত সপ্তাহেও ইউক্রেনের উপর কয়েকশো ড্রোন নিয়ে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ওই হামলার পরেই ইউক্রেনের দিক থেকেও পাল্টা হামলা চালানো শুরু হয়। সম্প্রতি রাশিয়ার বেশ কিছু সামরিক ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। তার পর থেকে রাশিয়াও ধারাবাহিক ভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ২১:২২
Share:

ভলোদিমির জ়েলেনস্কি ও ভ্লাদিমির পুতিন। — ফাইল চিত্র।

ফের রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের! রবিবার রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালায়। ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন অন্তত ১৩ জন।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে রাশিয়ার তাতারস্তানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। যদিও, ড্রোনটি ধ্বংস করে দেয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে আশপাশের এলাকায় আগুন লেগে যায়। তাতেই এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। এলাকার গভর্নর রুস্তম মিন্নিখানভ বলেন, ‘‘সংঘর্ষস্থল থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দূরে ইয়েলাবুগায় একটি যানবাহন তৈরির কারখানায় আঘাত হানে ইউক্রেনের ড্রোন। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করে দিলেও ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আশপাশে আগুন লেগে যায়।’’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ছ’টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে তারা। তাদের আরও দাবি, রবিবার ডনেৎস্ক অঞ্চলের মালিনিভকা গ্রামও দখল করে নিয়েছে রুশ সেনা। যদিও রাশিয়ার দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইউক্রেনীয় সামরিক বাহিনী কোনও মন্তব্য করেনি।

অন্য দিকে, ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়াও ইউক্রেনে অন্তত ১৮৩টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১১টি রুশ ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি কিভের। আরও ৪৮টি ড্রোনকে আটকে দেওয়া হয়েছে। পোলতাভা অঞ্চলের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, রবিবার ভোররাতের ওই হামলায় কয়েকটি কৃষিক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

বস্তুত, গত সপ্তাহেও ইউক্রেনের উপর কয়েকশো ড্রোন নিয়ে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ওই হামলার পরেই ইউক্রেনের দিক থেকেও পাল্টা হামলা চালানো শুরু হয়। সম্প্রতি রাশিয়ার বেশ কিছু সামরিক ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তাতে রাশিয়ার প্রায় ৪০টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পর থেকে রাশিয়াও ধারাবাহিক ভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এর মাঝে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়, যার পর ট্রাম্প বলেছিলেন যে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে চাপ দিয়েছেন। তার এক দিন পরেই ফের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement