Gunman Attack in Pakistan

টিটিপি বিদ্রোহীদের এ বার নিশানা পোলিয়ো টিকাকরণ! আফগান সীমান্তে খুন প্রহরী পুলিশকর্মী

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার সোমবার থেকে দেশ জুড়ে ‘জাতীয় পোলিয়ো টিকাকরণ অভিযান’ শুরু করেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ০০:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিশুদের পোলিয়োর টিকা দিতে গিয়ে জঙ্গি হামলার শিকার হলেন পাক স্বাস্থ্যকর্মী এবং তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের দল। মঙ্গলবার আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে পোলিয়ো টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ ইনস্পেক্টর নিহত হয়েছেন।

Advertisement

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার সোমবার থেকে দেশ জুড়ে ‘জাতীয় পোলিয়ো টিকাকরণ অভিযান’ শুরু করেছিল। দ্বিতীয় দিনেই খাইবার পাখতুনখোয়ার সোয়াট জেলায় হামলার শিকার হলেন টিকাকর্মীরা। এখনও পর্যন্ত কোনও বিদ্রোহী গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা ওই ঘটনার জন্য দায়ী। ওই এলাকায় টিটিপির ‘তেহরিক-ই নিফাজ-ই শরিয়তি মহম্মদি’ (টিএনএসএম) গোষ্ঠী সক্রিয়।

বস্তুত, গত কয়েক বছরে পাক খাইবার-পাখতুনখোয়া প্রদেশে পোলিয়ো টিকা দিতে গিয়ে একাধিক বার পাক স্বাস্থ্যকর্মীরা টিটিপি-র হামলার মুখে পড়েছেন। কয়েক জন হতাহতও হয়েছেন। পাক তালিবানের একটি কট্টরপন্থী অংশ পোলিয়ো টিকাকরণ কর্মসূচির বিরোধিতা করছে। যার জেরে আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সেনা ও পুলিশের পাহারায় পোলিয়ো টিকাকরণ কর্মসূচি চালাতে হয়। চলতি বছরে পাকিস্তানের আর এক অশান্ত প্রদেশ বালোচিস্তানেও টিকাকর্মীরা আক্রমণের মুখে পড়েছেন। গত বছর আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান নেতৃত্বের বিরুদ্ধে পোলিয়ো টিকাকরণ অভিযানে বাধাদানের অভিযোগ তুলেছিল রাষ্ট্রপুঞ্জ। তালিবানের একটি গোষ্ঠী পোলিয়ো টিকাকরণকে ‘শরিয়ত বিরোধী’ হিসাবে চিহ্নিত করে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement