United Nations

ভারতের ভূমিকায় উদ্বেগ

নিয়ন্ত্রণ বিল এনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির আর্থিক কর্মকাণ্ডে সম্প্রতি বেশ কিছু কড়াকড়ি করেছে ভারত সরকার।

Advertisement

সংবাদসংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০২:৩৭
Share:

সংগৃহীত চিত্র।

ভারতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশি অনুদান সংগ্রহে কড়াকড়ি এবং সমাজকর্মীদের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার মিশেল বাশেলে। ভারত সরকারের উদ্দেশে তাঁর আবেদন, এঁরা যে ‘গুরুত্বপূর্ণ’ কাজ করছেন, তার স্বার্থে এঁদের অধিকার সুরক্ষিত করা হোক। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ বিল এনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির আর্থিক কর্মকাণ্ডে সম্প্রতি বেশ কিছু কড়াকড়ি করেছে ভারত সরকার। এই প্রসঙ্গে তাঁর বিবৃতিতে বাশেলে বলেছেন, ‘‘ভারতের নাগরিক সমাজ শক্তিশালী। দেশে-বিদেশে মানবাধিকার কর্মসূচিতে সামনের সারিতে তাঁরা থাকেন। কিন্তু অস্পষ্ট আইন ক্রমশ এই কণ্ঠগুলিকে রুদ্ধ করছে।’’ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এর উত্তরে বলেন, ‘‘ভারত আইনের শাসন ও স্বাধীন আইন ব্যবস্থা দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্র। আইন প্রণয়নের বিষয়টি অবশ্যই সার্বভৌম। মানবাধিকার নামে আইন লঙ্ঘন চলে না। রাষ্ট্রপুঞ্জের সংস্থা আরও জেনে মন্তব্য করবে, এটাই প্রত্যাশিত।’’ সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন