ISRO

চুক্তিভঙ্গের অভিযোগ, ইসরো-র বাণিজ্যিক শাখাকে ক্ষতিপূরণ দিতে বলল আমেরিকার আদালত

উপগ্রহ চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরো-র বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশনের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৩:৪৩
Share:

ছবি: পিটিআই।

উপগ্রহ চুক্তি ভঙ্গের অভিযোগে ইসরো-র বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স কর্পোরেশন-কে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে বলল সে দেশের আদালত।

বেঙ্গালুরুর সংস্থা দেভাস মাল্টিমিডিয়া-র সঙ্গে ২০০৫-এ চুক্তি হয়েছিল অ্যান্ট্রিক্স-এর। চুক্তি অনুযায়ী দু’টি কৃত্রিম উপগ্রহ বানানো, উৎক্ষেপণ, পরিচালনা করা এবং এস ব্যান্ড স্পেকট্রামের জন্য ৭০ মেগাহার্ৎজ-এর বরাত দেওয়া হয়েছিল দেভাস-কে।

অভিযোগ, ২০১১-তে সেই চুক্তি বাতিল করে দেয় অ্যান্ট্রিক্স। এর পরই অ্যান্ট্রিক্স-এর বিরুদ্ধে আইনের রাস্তায় হাঁটে দেভাস। কয়েক বছর ধরে মামলাটি চলার পর সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে তারা ট্রাইব্যুনালকে নিষ্পত্তির নির্দেশ দেয়।

Advertisement

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ লক্ষ ছাড়ানোর ভয় আমেরিকায়

এর পরই দেভাস আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করে। গত ২৭ অক্টোবর মামলার শুনানি হয়। আদালত অ্যান্ট্রিক্স-কে আসল (৫৬ কোটি ২৫ লক্ষ আমেরিকান ডলার) এবং সুদ মিলিয়ে ১২০ কোটি আমেরিকান ডলার ক্ষতিপূরণ দিতে বলে। দেভাস-এর দাবি, তিনটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিষয়টি খতিয়ে দেখার পর জানিয়েছে, অ্যান্ট্রিক্স-এর চুক্তি বাতিলের বিষয়টি বেঠিক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন