US Plane Incident

আমেরিকায় ফের বিপর্যয়, ১০ জনকে নিয়ে আলাস্কার আকাশে হারিয়ে গেল বিমান! চলছে সন্ধান

আমেরিকার উত্তর-পশ্চিম কোণে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কা প্রদেশ। ১০ যাত্রীকে নিয়ে সেখানে একটি বিমান উধাও হয়ে গিয়েছে। এখনও তার সন্ধান মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২
Share:

আমেরিকান সংস্থার একটি বিমান আলাস্কার আকাশে নিখোঁজ হয়ে গিয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার বিমান বিপর্যয় আমেরিকায়। ১০ জনকে নিয়ে ওড়ার সময়ে আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল আস্ত বিমান। এখনও তার খোঁজ মেলেনি। বিমানটির সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও তল্লাশি বাধা পাচ্ছে খারাপ আবহাওয়ার কারণে।

Advertisement

আমেরিকার বিমান সংস্থা বেরিং এয়ারের সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দিয়েছিল বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে (স্থানীয় সময়)। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর। আলাস্কার জন নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ছোট আকারের ওই বিমানে পাইলট-সহ ১০ জন ছিলেন। বিকেল ৪টে নাগাদ (স্থানীয় সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। র‌্যাডারে শেষ সঙ্কেত ধরা পড়েছিল ৩টে ১৬ মিনিটে। তার পর থেকে আর বিমানটির খোঁজ পাওয়া যায়নি।

আলাস্কার উদ্ধরাকারী দল বিমানটির সন্ধান শুরু করেছে। নোম শহরের পাশাপাশি হোয়াইট মাউন্টেনের পাহাড়ি এলাকাও খুঁজে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম। ফলে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে বিমানের সন্ধান চালানো সম্ভব হচ্ছে না আবহাওয়ার প্রতিকূলতায়। স্থানীয় বাসিন্দারা অনেকে নিজ উদ্যোগে সন্ধানের চেষ্টা করছিলেন। নিরাপত্তার কারণে তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

গত কয়েক দিনে পর পর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকছে আমেরিকা। কিছু দিন আগে ওয়াশিংটনে একটি যাত্রিবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনার চপারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়। বিমান এবং চপারটি ভেঙে পড়েছিল পটোম্যাক নদীর উপর। এর দু’দিনের মাথায় পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভেঙে পড়ে আরও একটি বিমান। তাতে চার জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। এ বার ঘটনাস্থল আমেরিকার উত্তর-পশ্চিম কোণে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কা প্রদেশ। কী কারণে বিমানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement