Donald Trump-Xi Jinping

ভালই আলোচনা হয়েছে! চিনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর বললেন ট্রাম্প, জানালেন, অক্টোবরে দেখাও হবে দু’জনের

চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ভাল, গঠনমূলক আলোচনা হয়েছে তাঁর। ফোনালাপের পর নিজেই সে কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯
Share:

(বাঁদিকে) ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং (ডানদিকে) —ফাইল চিত্র।

চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ভাল, গঠনমূলক আলোচনা হয়েছে তাঁর। ফোনালাপের পর নিজেই সে কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানালেন, বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় যে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (অ্যাপেক) সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখানে তাঁদের দেখা হবে বলেও পরে জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

শুল্কযুদ্ধের মধ্যে গত জুন মাসে শেষ বার কথা হয়েছিল ট্রাম্প-জিনপিঙের। সেই ফোনালাপের পর দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। দু’দেশের কিছু বাণিজ্যিক বিষয় নিয়ে মতবিরোধ থাকলেও, শুল্ক সংক্রান্ত বিষয়ে যে বিবাদ চরমে পৌঁছেছিল, তা খানিক প্রশমিত হয়। দুই দেশ চুক্তিও স্বাক্ষর করে। তার পর গত শুক্রবার দুই রাষ্ট্রনেতার মধ্যে আবার ফোনে কথা হল।

ফোনে কথা বলার ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ জানিয়েছেন, বাণিজ্য, ফেন্টানাইল (নিষিদ্ধ ওষুধ) এবং টিকটক সংক্রান্ত চুক্তি নিয়ে জিনপিঙের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে রাশিয়া-ইউক্রেন বিবাদ নিয়েও। যুদ্ধ থামিয়ে দু’দেশকে কী ভাবে আলোচনার টেবিলে আনা যায়, তা নিয়েই কথা হয়েছে।

Advertisement

ট্রাম্প লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে আমি সহমত যে, দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনে আমাদের দেখা হবে। এ ছাড়াও আগামী বছরের শুরুতে চিনে যাব। প্রেসিডেন্ট শি-ও সঠিক সময়ে আমেরিকায় আসবেন। ভাল কথা হয়েছে। আবার কথা হবে আমাদের। টিকটক সংক্রান্ত বিষয়ে যে অনুমোদন মিলেছে, তা সদর্থক ব্যাপার।’’ বস্তুত, ফোনালাপের আগেই ট্রাম্প জানিয়েছিলেন, টিকটক নিয়ে জিনপিঙের সঙ্গে তাঁর কথা হতে পারে।

গত বছর টিকটক নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে একটি আইন পাশ হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমে ৭৫ দিনের জন্য তা স্থগিত করে দেন। পরে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় আরও ৯০ দিন। এ বার কি তাঁর সৌজন্যে আমেরিকায় প্রবেশাধিকার পাবে টিকটক? ছ’দফা আলোচনার পরে নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তির খসড়া চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে নতুন সমঝোতা নিয়ে ট্রাম্প-জিনপিং আলোচনা নরেন্দ্র মোদীর সরকারের উপর চাপ বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement