Donald Trump

ফের ভিসায় কোপ

আন্তর্জাতিক পড়ুয়া এবং দর্শনার্থীরা কত দিন সে দেশে থাকতে পারবেন, তার একটি মেয়াদকাল ভিসায় দেওয়া থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে এই প্রস্তাব দিয়েছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৮:৩২
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বিদেশি পড়ুয়াদের ভিসার উপরে আরও বিধিনিষেধ আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক পড়ুয়া এবং দর্শনার্থীরা কত দিন সে দেশে থাকতে পারবেন, তার একটি মেয়াদকাল ভিসায় দেওয়া থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে এই প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাব অনুমোদিত হলে, প্রতিটি বিদেশি ভিসায় এ বার থেকে মেয়াদ শেষের তারিখ উল্লেখ করা থাকবে। সূত্রের খবর, অবৈধ অভিবাসীর বাড়বাড়ন্ত রুখতেই না কি এই নিয়ম আনতে চলেছেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন