আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।
আন্তর্জাতিক গোষ্ঠী জি২০-র সম্মেলনে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মায়ামিতে এক আলোচনাসভায় বক্তৃতার সময়ে এমনটাই জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে, তার পরে জি২০ গোষ্ঠীতে থাকাই উচিত নয় ওই দেশের।
জি২০ গোষ্ঠীর সভাপতিত্বকারী দেশ পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। বর্তমানে এই আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্ব করছে দক্ষিণ আফ্রিকা। গত বছরের ডিসেম্বর থেকে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে তারা। সাধারণত যে দেশ যখন সভাপতিত্ব করে, তখন সেই দেশেই জি২০ গোষ্ঠীর সম্মেলন আয়োজিত হয়। সেই মতো এ বারের সম্মেলন আয়োজিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। আগামী ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরে ওই সম্মেলন হবে। বস্তুত এই প্রথম বার আফ্রিকা মহাদেশে জি২০ নেতাদের বৈঠক বসতে চলেছে। তবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ওই বৈঠকে থাকবেন না।
মায়ামির ওই আলোচনাসভায় ট্রাম্প বলেন, “দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন রয়েছে। আমি ওখানে যাচ্ছি না। ওদের ওখানে যা হয়েছে, তা খুবই বাজে। দক্ষিণ আফ্রিকার আর জি২০ গোষ্ঠীতেই থাকা উচিত নয়। আমি ওদের বলে দিয়েছি, আমি যাব না। ওই দেশের মাটিতে আমি আমেরিকার প্রতিনিধিত্ব করতে পারব না।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর কেন অসন্তোষ, কোন ‘বাজে’ কাজের কথা তিনি বোঝাতে চাইছেন, তা ওই আলোচনাসভার স্পষ্ট করেননি ট্রাম্প। তবে সাম্প্রতিক অতীতে বার বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তিনি।
ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গদের উপর অত্যাচারের অভিযোগ তুলে আসছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানা থেকেই এই বিতর্কের সূত্রপাত। দক্ষিণ আফ্রিকায় প্রচুর শ্বেতাঙ্গ কৃষককে হত্যার অভিযোগ উঠেছিল। তাঁদের জমি জবরদখলেরও অভিযোগ উঠেছিল। যদিও সেগুলির সত্যতা প্রমাণিত হয়নি।
গত মে মাসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। সেখানেও শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগ তুলে রামফোসার সঙ্গে তর্ক জুড়েছিলেন ট্রাম্প। সংবাদমাধ্যমের সামনে একটি ছবি সংবলিত নিবন্ধ তুলে ধরে দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের কবর দেওয়া হচ্ছে। কিন্তু পরে সংবাদসংস্থা রয়টার্সের ‘ফ্যাক্ট চেক’ টিম জানায়, ট্রাম্পের দেখানো নিবন্ধে যে ছবিটি ছিল, সেটি আদৌ দক্ষিণ আফ্রিকার নয়। সেটি কঙ্গোর ছবি বলে জানায় রয়টার্সের ‘ফ্যাক্ট চেক’ টিম।