Thailand- Cambodia

গাজ়ার পরে ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের সীমান্ত সংঘর্ষ থামাতে সক্রিয়! পাঠালেন চিঠি

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিজেই ট্রাম্পের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি সীমান্ত সংঘাতের অবসান চান।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২৩:৪২
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

গাজ়ায় ইজ়রায়েল বনাম হামাস সংঘর্ষ থামাতে তাঁর উদ্যোগ প্রাথমিক সাফল্য পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ, তাইল্যান্ড এবং কম্বোডিয়ার দীর্ঘ সীমান্ত বিরোধে ইতি টানতে সক্রিয় হলেন। তাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলকে চিঠি পাঠিয়ে শান্তির পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিজেই ট্রাম্পের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি সীমান্ত সংঘাতের অবসান চান।’’ গত জুলাই মাসে তাইল্যান্ড-কম্বোডিয়া রক্তাক্ত সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তখন ট্রাম্প দু’দেশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তারা যদি সংঘর্ষ বন্ধ না-করে, তবে কারও সঙ্গেই আর আমেরিকা বাণিজ্যচুক্তিতে যাবে না। যুদ্ধবিরতির বার্তা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট টেনে এনেছিলেন ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রসঙ্গও।

জুলাই মাসের ওই সীমান্ত সংঘর্ষে দু’পক্ষের ৪০ জনেরও বেশি সামরিক ও অসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। প্রায় ৩ লক্ষ মানুষ হামলার আশঙ্কায় তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। পাঁচ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল সে সময়। প্রসঙ্গত, বিতর্কিত ‘পান্না ত্রিভুজ’-এর দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরে টানাপড়েন চলছে ব্যাঙ্কক-নম পেনের। তাইল্যান্ড, কম্বোডিয়া এবং আর এক পড়শি দেশ লাওসের সীমান্তবর্তী ওই ভূখণ্ডের দখল নিয়ে ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে) যে রায় দিয়েছিল, তা অনেকটা কম্বোডিয়ার পক্ষেই গিয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কম্বোডিয়া সেনা সেখানে শিবির ও পরিখা নির্মাণের তৎপরতা শুরু করার পরে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement