(বাঁ দিকে) শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহেন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্ত আরব আমিরশাহি সফরের মধ্যে আবুধাবিতে উদ্বোধন হয়ে গেল ‘ফাইভ-জি ডব্লু ইউএই-ইউএস এআই ক্যাম্পাস’। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরির জন্য ‘ডেটা সেন্টার’ নির্মাণে বিশেষ জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ। আমেরিকার বাণিজ্য বিভাগের দাবি, মার্কিন মুলুকের বাইরে অন্যতম বৃহত্তম এই সেন্টার। জানা গিয়েছে, এআই-এর বৃহত্তম প্রযুক্তি নিয়ে যৌথ ভাবে কাজ করতে চলেছে আমেরিকা ও আরব।
আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহেনের ভূয়সী প্রশংসা করে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘‘আমরা দীর্ঘ সময়ের ভাল বন্ধু।’’ জ়ায়েদ আল নাহেনের বক্তব্য, ‘‘বিশ্ব ব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকা একসঙ্গে কাজ করবে।’’ আগামী ১০ বছরে একাধিক খাতে আরব থেকে আমেরিকায় ১.৪ ট্রিলিয়ন বিনিয়োগের কথাও ঘোষণা করেছেন সে দেশের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই ২০০ বিলিয়ন ডলারের চুক্তি করে ফেলেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার ট্রাম্প আবুধাবির শেখ জ়ায়েদ মসজিদ ঘুরে দেখেন। এর পরে দুই দেশের প্রধান একসঙ্গে নৈশভোজ সারেন। আপাতত, দু’দেশেরই নজর ‘এআই’-এর মাধ্যমে বন্ধুত্ব জোরদার করার।