ভারতের বিমানঘাঁটি থেকে পাকিস্তানে হামলা চালাবে মার্কিন ড্রোন: হাফিজ

ভারতের বিমানঘাঁটি থেকে হামলা হবে পাকিস্তানে? মার্কিন ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে? লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের দাবি অন্তত সে রকমই। শুক্রবার ফের ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন সইদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ২১:৩৫
Share:

ভারতের বিমানঘাঁটি থেকে হামলা হবে পাকিস্তানে? মার্কিন ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে?

Advertisement

লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের দাবি অন্তত সে রকমই। শুক্রবার ফের ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন সইদ। সেই সঙ্গে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী পারলে এক বার বলুন যে মার্কিন ড্রোন ভারতের বিমানঘাঁটিতে নেই।

শুক্রবারের বিশেষ ধর্মীয় প্রার্থনার পর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন মুম্বই জঙ্গিহানার মূল চক্রী হাফিজ সইদ। তাঁর অধিকাংশ ভাষণেই ভারতের বিরুদ্ধে তীব্র বিষ থাকে। এ দিনও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু তিনি যে দাবি এ দিন করেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। হাফিজ বলেন, ‘‘আমেরিকার ড্রোনগুলি এখন ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে রয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, পারলে বলুন আমি মিথ্যা বলছি।’’ এতেই থামেননি সইদ। অনুগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমি আপনাদের বলছি, ওদের উদ্দেশ্য মোটেই ভাল নয়।’’

Advertisement

লস্কর-প্রধান তথা জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা হাফিজের দাবি, ভারত নিজেদের বিভিন্ন বিমানঘাঁটিতে মার্কিন ড্রোনগুলিকে অবতরণ করার অনুমতি দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন শহরে বোমাবর্ষণ করানোর জন্যই মার্কিন ড্রোনগুলিকে নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে ভারত।

আরও পড়ুন:

দক্ষিণ চিন সাগরের কাছেই বিরাট নৌ-মহড়ায় ভারত-আমেরিকা-জাপান

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর অবশ্য হাফিজের মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, ‘‘ভারত বৃহৎ এবং শক্তিশালী দেশ হিসেবে গোটা বিশ্বে স্বীকৃতি পাচ্ছে। তাতে স্বাভাবিকভাবেই আমাদের প্রতিপক্ষ এবং আমাদের শত্রুরা হতাশ। এই ধরনের মন্তব্য সেই হতাশারই প্রতিফলন।’’

হাফিজ সইদ এক সপ্তাহের মধ্যে দু’বার একই অভিযোগ তুললেন। কয়েক দিন আগেই তিনি এক সমাবেশ থেকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যদি ভারতীয় বিমানঘাঁটি থেকে কোনও ড্রোন পাকিস্তানে হামলা চালাতে আসে, তা হলে গোটা ভারতে হামলা চালানোর জন্য আমাদের হাতে যথেষ্ট ড্রোন রয়েছে।’’ শুক্রবার তিনি আবার দাবি করলেন, মার্কিন ড্রোন ভারতীয় ভূখন্ড থেকে পাকিস্তানে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। নিজের অনুগামীদের সতর্ক করে দিয়ে বললেন, ‘‘আমি আপনাদের বলছি, ওদের উদ্দেশ্য মোটেই ভাল নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন