National news

লন্ডনে ফের গ্রেফতার বিজয় মাল্য, পেলেন জামিনও

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে মাল্যকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ১৯:৪৭
Share:

বিজয় মাল্য।- ফাইল চিত্র।

আর্থিক কারচুপির অভিযোগে মঙ্গলবার লন্ডনে ফের গ্রেফতার হলেন বিজয় মাল্য। জামিনও পেয়ে গেলেন।

Advertisement

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা একটি আর্থিক কারচুপির মামলায় এ দিন গ্রেফতার করা হয় মাল্যকে।

আরও পড়ুন- ‘আতঙ্ক আর ভয়ের প্রহর গুনছি লাস ভেগাসে ঘুরতে এসে’

Advertisement

এ বছর লন্ডনে এই নিয়ে দ্বিতীয় বার গ্রেফতার হলেন মাল্য। এর আগে এপ্রিলে তিনি লন্ডনে গ্রেফতার হয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে চলা মামলার শুনানিতে মাল্যকে ভারতের হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয় দিল্লির তরফে। তার পর জামিনে ছাড়াও পেয়ে গিয়েছিলেন মাল্য। হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ না মেটানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে ভরতীয় আদালতে। গত বছরের মার্চেই লন্ডনে গিয়ে গা ঢাকা দেন মাল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement