Indonesia

যেন মঙ্গল গ্রহ! আকাশের রং টকটকে লাল, কী ভাবে জানেন?

ছবি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া, ‘আমাদের পৃথিবী কি তা হলে মঙ্গল গ্রহ হয়ে গেল?’

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৬
Share:

ইন্দোনেশিয়ায় লাল আকাশ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আকাশকে দেখাচ্ছে রক্তের মতো লাল। এই ছবিই বেশ কয়েক দিন ধরে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বিষয়টি নিয়ে যেমন ভয় ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে, তেমনই শুরু হয়েছে আলোচনা। ছবি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া, ‘আমাদের পৃথিবী কি তা হলে মঙ্গল গ্রহ হয়ে গেল?’

Advertisement

সম্প্রতি এ রকম লাল আকাশ দেখা গিয়েছে ইন্দোনেশিয়ায়। কী ভাবে টকটকে লাল হয়ে উঠল আকাশ?

ইন্দোনেশিয়ায় দাবানল খুব একটা নতুন নয়। প্রায়শই সেখানকার জঙ্গলে জ্বলে ওঠে আগুন। সম্প্রতি, জঙ্গলে আগুন লাগার ফলে ধোঁয়ায় ঢেকে যায় ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশের আকাশ। ধোঁয়ার জন্য বাতাসে ধূলিকণার পরিমাণ প্রচণ্ড বেড়ে গিয়েছিল। আর এই ধোঁয়ার মধ্য থাকা ছোট্ট ছোট্ট ধূলিকণার মধ্য দিয়ে সূর্যের আলো পড়ার জন্যই আকাশকে দেখাচ্ছে লাল।

Advertisement

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সেখানকার জাম্বি প্রদেশের এক বাসিন্দা জানিয়েছেন, এই ধোয়ার জেরে তাঁর চোখ, গলা জ্বালা করার কথা। তার মতো অনেকেই লাল আকাশের ছবি তুলে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে কেউ মঙ্গলের ছবি বলে ভুল করেছেন অনেকেই।

আরও পড়ুন: বন্ধু হুইলচেয়ারে, তবু খেলা থেমে নেই, ছাত্রদের পরিণতিবোধে মুগ্ধ নেট দুনিয়া!

আরও পড়ুন: পুলিশের গাড়িতে বিশাল পাইথন! দেখুন কী ভাবে বার করে আনলেন অফিসার...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement