Viral Video

যেন সিনেমার দৃশ্য! ছোট্ট মেয়েকে হিরোর মতো বাঁচালো ১২ বছরের বালক

পার্কে খেলতে যাওয়া ১২ বছরের এক বালক নাটকীয় ভঙ্গিতে পাইপে মধ্যে পড়ে যাওয়া বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ১৯:৪৮
Share:

উদ্ধারের পেয়ে কাঁদছে ছোট্ট বাচ্চাটি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

মস্কোর একটি পার্কে বিকেল খেলতে গিয়েছিল ছোট্ট মেয়েটি। খেলতে খেলতে ঢাকনা খোলা একটি জলের পাইপে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হয়ে যায় পার্কে উপস্থিত লোকজন। কিন্তু জলের পাইপ পিচ্ছিল হওয়ার কারণে সেখানে নেমে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করতে পারছিল না অন্যরা। কিন্তু পার্কে খেলতে যাওয়া ১২ বছরের এক বালক নাটকীয় ভঙ্গিতে পাইপে মধ্যে পড়ে যাওয়া বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে।

Advertisement

সেখানকার এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, সবাই যখন উদ্ধার করতে না পেরে চিৎকার জুড়েছে, তখন বাচ্চাটিকে উদ্ধার করতে নিজেই ছুটে আসে ১২ বছরের ওই বালক। তার পা বেল্ট দিয়ে ধরে রাখেন সেখানে উপস্থিত অন্যান্যরা। আর ওই বালক পাইপে নেমে জীবন বাঁচায় ছোট্ট বাচ্চাটির।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে মস্কোর একটি পার্কে। আর ওই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই বালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: স্মার্টফোন কিনে দিতে পারেনি প্রেমিক, রাগে পর পর ৫২টি চড় মারল প্রেমিকা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement