Viral Video

মিচিগানের সৈকতে ফুঁড়ে উঠল ‘আইস ভলক্যানো’!

এই ‘আইস ভলক্যানো’ নিয়েই মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

মিচিগান শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৬
Share:

আইস ভলক্যানো। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্রান্ড র‌্যাপিড, মিচিগান নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সম্প্রতি শেয়ার করেছে বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো। ছবিগুলি আমেরিকার মিচিগানের ওভাল সমুদ্র সৈকতের। সেখানে দেখা যাচ্ছে, বরফের মধ্য জেগে উঠছে ‘আগ্নেয়গিরি’! তবে এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে না। বর‌ং আগ্নেয়গিরি ফুঁড়ে উঠছে বরফ। এই ‘আইস ভলক্যানো’ নিয়েই মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

ওভালের ওই সমুদ্রসৈকত ভরে রয়েছে বরফে। তাঁর মধ্যেই কোনও কোনও জায়গায় ভলক্যানোর স্টাইলে ভিতর থেকে উপরে উঠছে বরফ গুঁড়ো।

তবে এই আইস ভলক্যানো এক ধরনের প্রাকৃতিক ঘটনা। সেখানকার এক আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, ‘‘বরফের চাদরের নীচে ঠাণ্ডা জল ঢুকলে চাপের সৃষ্টি হয়। এই চাপের জেরে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা জল। যা মুহূর্তে জমে যায় বরফ হয়ে যায়।’’ তবে এই আইস ভলক্যানোর কাছে যাওয়া বিপজ্জনক বলেও জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: নিজের অনুগামীদের ঠকালেন এই সুন্দরী, দেখুন কী ভাবে

আরও পড়ুন: মস্তিষ্কে অস্ত্রোপচার চলাকালীন বেহালা বাজালেন ইনি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন