Boy Dancing

নকল পা পেয়ে শিশুর নাচ, ছুঁয়ে গেল হৃদয়

রোয়া মুসায়ি নামে এক মহিলার অ্যাকাউন্টে ২১ সেকেন্ডের ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে রোয়া লিখেছেন, ‘আহমেদ নকল পা পেয়েছে। নেচে নেচে সে তার আনন্দ প্রকাশ করছে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ২১:৩৯
Share:

নকল পা পেয়ে আনন্দে নাচছে আহমেদ। ছবি : টুইটার থেকে নেওয়া।

সম্প্রতি একটি ভিডিয়ো টুইটারে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নকল পা পেয়ে একটি শিশু হাসপাতালের মধ্যেই নেচে যাচ্ছে। তার সেই নাচ দাঁড়িয়ে দেখছেন হাসপাতালের অন্যান্যরা।

Advertisement

রোয়া মুসায়ি নামে এক মহিলার অ্যাকাউন্টে ২১ সেকেন্ডের ভিডিয়োটি আপলোড হয়েছে। সেখানে রোয়া লিখেছেন, ‘আহমেদ নকল পা পেয়েছে। নেচে নেচে সে তার আনন্দ প্রকাশ করছে। আহমেদের বাড়ি আফগানিস্তানের লোগার প্রদেশে। ল্যান্ডমাইন বিস্ফোরণে তার পা উড়ে গিয়েছে। এভাবেই ফের তার জীবনে পরিবর্তন এসে হাসি ফুটিয়েছে।

ইতিমধ্যেই ভিডিয়োটি প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে, সাড়ে সাত হাজারের বেশি বার রিটুইট হয়েছে। বহু মানুষ আহমেদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা আহমেদের এই আনন্দে শরিক হতে চেয়েছেন। একজন লিখেছেন, তিনি আহমেদকে আলিঙ্গন করতে চান, তার সঙ্গে নাচতে চান।

Advertisement

আরও পড়ুন : উৎসবের মেজাজ কাশ্মীরে, বুথের বাইরে নাচের ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন : স্বপ্না চৌধরির গানের সঙ্গে মহিলা পুলিশদের দুরন্ত নাচ, ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement