Maggots

কিশোরের কান থেকে বেরল ডজনখানেক পোকা! দেখুন ভিডিও

একটুও দেরি না করে পোকাগুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। একটি চিমটে দিয়ে একের পর এক পোকা বের করতে শুরু করেন তিনি। একটি-দু’টি নয়, ডজনখানেক পোকা বের হয় ওই কিশোরের কান থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ১২:১৮
Share:

ডজনখানেক পোকা বের হয় ওই কিশোরের কান থেকে।

কানে অসহ্য ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে গিয়েছিল কিশোরটি। যন্ত্রণায় রাতে ঘুমোতে পর্যন্ত পারছিল না সে। কিশোরটির কানের ভেতরে টর্চের আলো ফেলতেই চমকে উঠলেন চিকিত্সক। কানের ভেতরে কিলবিল করছে এক গাদা পোকা! আর সে জন্যই প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে কিশোরটি।

Advertisement

একটুও দেরি না করে পোকাগুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। একটি চিমটে দিয়ে একের পর এক পোকা বের করতে শুরু করেন তিনি। একটি-দু’টি নয়, ডজনখানেক পোকা বের হয় ওই কিশোরের কান থেকে। ডেইলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের একটি হাসপাতালে। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, মাছি জাতীয় কোনও কিছু কিশোরের কানে ডিম পেড়েছিল। আর তা থেকেই লার্ভার মতো দেখতে ধূসর বর্ণের এই পোকাগুলির জন্ম হয়েছে।

দিন তিনেক আগে ওই ভিডিওটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। আর দেখতে দেখতে এখন তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। আসুন দেখে নেওয়া যাক সেই ভয়ঙ্কর ভিডিওটি।

Advertisement

আরও পড়ুন: এই চা-ওয়ালা পাকিস্তানি নন? নাগরিকত্বের নথিও নাকি ভুয়ো!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement