নিলামে টাইটানিকের শেষ মধ্যাহ্নভোজের মেনু কার্ড

নিলামে উঠতে চলেছে টাইটানিকের শেষ মধ্যাহ্নভোজের মেনু কার্ড। আগামী ৩০ সেপ্টেম্বর অনলাইনে উঠবে বিশ্বের এই বিলাসবহুল জাহাজের শেষ মধ্যাহ্নভোজের মেনু কার্ড। একই সঙ্গে নিলামে উঠবে টাইটানিকের এক যাত্রীর চিঠি এবং ওজন যন্ত্রের একটি টিকিটও।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫০
Share:

টাইটানিক।

নিলামে উঠতে চলেছে টাইটানিকের শেষ মধ্যাহ্নভোজের মেনু কার্ড। আগামী ৩০ সেপ্টেম্বর অনলাইনে উঠবে বিশ্বের এই বিলাসবহুল জাহাজের শেষ মধ্যাহ্নভোজের মেনু কার্ড। একই সঙ্গে নিলামে উঠবে টাইটানিকের এক যাত্রীর চিঠি এবং ওজন যন্ত্রের একটি টিকিটও।

Advertisement

জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের মধ্যে অন্যতম জীবিত যাত্রী আব্রাহাম লিঙ্কন সলোমন এত দিন মেনু কার্ডটি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিলেন। কী ছিল প্রথম শ্রেণির যাত্রীদের মেনুতে?

গ্রিল করা মটন চপ, কাস্টার্ড পুডিং, কর্নড বিফ, আলুভাজা, হ্যাম, চিজ-সহ আরও অনেক কিছু। আব্রাহামের সঙ্গে মধ্যাহ্নভোজনের আসরে ছিলেন জাহাজের আরও এক প্রথম শ্রেণির যাত্রী। আইজাক জেরাল্ড ফ্রোয়েনথাল। মেনু কার্ডের পিছনে রয়েছে আইজাকের সই।

Advertisement

সাউদাম্পটন থেকে ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল টাইটানিক। কিন্তু মাঝপথেই অতলান্তিকে সলিল সমাধি হয় বিলাসবহুল এই জাহাজের। সেটা ছিল ১৯১২ সালের ১৫ই এপ্রিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন