জি-২০তে কি ট্রাম্পের সঙ্গে কথা হবে মোদীর?

সব থেকে বড় অভীষ্ট এখনও অধরা। এখনও পাওয়া যায়নি ডোনাল্ড ট্রাম্পের সময়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৩:০১
Share:

ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলার সুযোগ খুঁজছেন মোদী। —ফাইল চিত্র।

দু’দিন থাকা। সঙ্গে তিন দিনের যাত্রার ধকল। প্রধানমন্ত্রী কাল আর্জেন্টিনা যাচ্ছেন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে। সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী দেশগুলি নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও সারে। আজ বিদেশসচিব বিজয় গোখলে জানিয়েছেন— চিন, ফ্রান্স, স্পেন, জার্মানির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়ে গিয়েছে মোদীর। বৈঠক হবে ব্রিকস, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিলের নেতাদের সঙ্গেও। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবেরও সময় পাওয়া গিয়েছে।

Advertisement

কিন্তু সব থেকে বড় অভীষ্ট এখনও অধরা। এখনও পাওয়া যায়নি ডোনাল্ড ট্রাম্পের সময়। ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলার সুযোগ খুঁজছেন মোদী। রাশিয়া এবং ইরান থেকে নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় নিয়ে ক্ষেপণাস্ত্র এবং তেল কিনেছে ভারত। কিন্তু ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, এই ছাড় সাময়িক। আমেরিকায় বসবাসকারী ভারতীয় পেশাদারদের ভিসা নিয়েও জটিলতা কাটেনি। ফলে চিন্তায় রয়েছে ভারত। জানা গিয়েছে, জি-২০ সম্মেলনে তেলের দাম বৃদ্ধি নিয়ে সরব হবেন প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন