International News

ফের মা হচ্ছেন কেট

চার বছরের জর্জ এবং দু’বছরের শার্লটের পর ফের তৃতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। সোমবার ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের তরফে টুইট করে জানানো হয়েছে এই খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:২২
Share:

তৃতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায়। ছবি: ফেসবুকের সৌজন্যে

ফের মা হতে চলেছেন ডাচেস অব কেমব্রিজ, কেট মিডলটন।

Advertisement

চার বছরের জর্জ এবং দু’বছরের শার্লটের পর ফের তৃতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। সোমবার ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের তরফে টুইট করে জানানো হয়েছে এই খবর। এ দিন কেনসিংটন প্যালেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে থেকে টুইটটি করা হয়।

আরও পড়ুন: রাজকুমারী থাকব না, ভালবেসেই সুখী মাকো

Advertisement

আরও পড়ুন:রোগা হতে বলায় মুকুট ফেরালেন মিস ইউকে

২০১১-র ২৯ এপ্রিল প্রিন্সেস ডায়না এবং প্রিন্স চার্লসের বড় ছেলে উইলিয়ামের সঙ্গে বিয়ে হয়েছিল কেট মিডলটনের। ২০১৩-র ২২ জুলাই জন্ম হয় উইলিয়াম-কেটের প্রথম সন্তান জর্জের। এর ঠিক দু’বছর পর জন্ম হয় প্রিন্সেস শার্লটের। এ বার তৃতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে কেনসিংটন প্যালেস। রাজ পরিবারের তরফে সোমবার থেকে কেটের সমস্ত সরকারি কাজও বাতিল করা হয়েছে।

সেই টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement