Crime Against Women

বাংলাদেশে হাসপাতালের মধ্যে স্বামীকে আটকে রেখে মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধৃত ২

রাত ১২টা নাগাদ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের চার্জ ফুরিয়ে গেলে মানিকগঞ্জের জেনারেল হাসাপাতালে চার্জ দেওয়ার জন্য আশ্রয় নেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০২:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্বামীকে আটকে রেখে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ঢাকার মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের দুই সহায়তাকারীর বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।

Advertisement

আক্রান্তের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে তাঁর স্বামীর সঙ্গে মামারবাড়ি যাচ্ছিলেন এই মহিলা। রাত ১২টা নাগাদ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের চার্জ ফুরিয়ে গেলে মানিকগঞ্জের জেনারেল হাসাপাতালে চার্জ দেওয়ার জন্য আশ্রয় নেন তাঁরা। তখনই সহযোগিতা করার নামে ওই দম্পতিকে হাসাপাতালে ভিতরে নিয়ে যান অভিযুক্তেরা। সেখানেই তাঁর স্বামীকে আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসধীন। পরিবারের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতালের আরএমও মহম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

মানিকগঞ্জ সদর থানার ওসি মহম্মদ ইকরাম হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement