নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৭১

সোমবারের ব্যস্ত সকালে বাস স্টপে ভালই ভিড় ছিল। হঠাৎই পর পর দু’টি বিস্ফোরণ। সকালের ব্যস্ততা মুহূর্তে বদলে গেল আতঙ্ক আর হুড়োহুড়িতে। নাইজেরিয়ার রাজধানী আবুজার শহরতলির এক বাস স্টপে জোড়া বিস্ফোরণে আজ সকালে ৭১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২৪। পুলিশ জানিয়েছে, কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই জোড়া হামলার দায় স্বীকার করেনি।

Advertisement

সংবাদ সংস্থা

আবুজা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৪ ০৩:২১
Share:

সোমবারের ব্যস্ত সকালে বাস স্টপে ভালই ভিড় ছিল। হঠাৎই পর পর দু’টি বিস্ফোরণ। সকালের ব্যস্ততা মুহূর্তে বদলে গেল আতঙ্ক আর হুড়োহুড়িতে। নাইজেরিয়ার রাজধানী আবুজার শহরতলির এক বাস স্টপে জোড়া বিস্ফোরণে আজ সকালে ৭১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২৪।

Advertisement

পুলিশ জানিয়েছে, কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই জোড়া হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে সন্দেহের তির ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের দিকেই। অতীতে নাইজেরিয়ায় একাধিক জঙ্গি হামলার ঘটনায় এই সংগঠন জড়িত ছিল। বিশেষত দেশের উত্তর-পূর্ব অংশে একের পর এক বড় হামলার পিছনে এর আগে তাদের বড় ভূমিকা ছিল। তাই নাইজেরীয় পুলিশের ধারণা, এত বড় ধরনের হামলার পিছনে বোকো হারাম ছাড়া অন্য কোনও সংগঠনের হাত থাকতে পারে না। তবে সরকারি ভাবে এ বিষয়ে কেউই মুখ খুলছেন না।

মিমি ড্যানিয়েলস নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, “একটা ভিড়ে ঠাসা বাস সবে এসে স্টপে দাঁড়িয়েছিল। অনেকেই তাতে ওঠার জন্য এগিয়ে ছিলেন। আচমকা বিকট আওয়াজ। ক্ষণিকের মধ্যে দেখলাম আশপাশে অজস্র দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। রাস্তাটা রক্তে ভেসে যাচ্ছে।” আর এক প্রত্যক্ষদর্শী বললেন, “জীবনে এ রকম কিছু হতে দেখিনি। ভয়াবহ। ঘটনার পর পরই পুলিশ আর নিরাপত্তারক্ষীরা ছুটে আসে। একের পর এক অ্যাম্বুল্যান্সও আসতে শুরু করে এর পর। কোনওটায় মৃতদেহ, কোনওটায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।”

Advertisement

পুলিশ জানিয়েছে, ভিড়ে ঠাসা বাসগুলির একটিতেই বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। ওই বাস দু’টিতে প্রচুর শ্রমিক ছিলেন। ফলে হতাহতের মধ্যে তাঁদের সংখ্যাই বেশি। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলের পাশে একটি পার্কে প্রায় চার ফুট একটি গর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছে, ওই বাস স্টপের আশপাশে দাঁড়িয়ে থাকা প্রায় তিরিশটি গাড়ি ভয়াবহ বিস্ফোরণের কারণে পুড়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন