নিলামে চড়বে টিপু সুলতানের শেষ আংটি

নিলামে চড়তে চলেছে টিপু সুলতানের শেষ যুদ্ধে খোয়া যাওয়া আংটি। ‘ক্রিস্টিস’-এর নিলামে আংটিটির দাম ভারতীয় মুদ্রায় পনেরো লক্ষ টাকারও বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে নিহত হন টিপু। তাঁর হাত থেকে সোনার আংটিটি খুলে নেন ওয়েলিংটন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লন্ডন শেষ আপডেট: ১২ মে ২০১৪ ০১:৩৫
Share:

এই সেই আংটি।

নিলামে চড়তে চলেছে টিপু সুলতানের শেষ যুদ্ধে খোয়া যাওয়া আংটি। ‘ক্রিস্টিস’-এর নিলামে আংটিটির দাম ভারতীয় মুদ্রায় পনেরো লক্ষ টাকারও বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে নিহত হন টিপু। তাঁর হাত থেকে সোনার আংটিটি খুলে নেন ওয়েলিংটন। ৪১ গ্রাম ওজনের সেই আংটিতে রামের নাম খোদাই করা ছিল। জানা যায়, শেষ বয়সে নিজের ভাইঝি এমিলিকে আংটিটি উপহার দিয়েছিলেন ওয়েলিংটন। পরে লর্ড র্যাগল্যানের সঙ্গে এমিলির বিয়ে হলে র্যাগলানকে আংটিটি দেন তিনি। ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে র্যাগল্যানের হাতেই ছিল টিপু সুলতানের সেই আংটি। সেই যুদ্ধে প্রতিপক্ষের কামানের গোলায় কাটা যায় আংটি-সহ র্যাগল্যানের বাঁ হাত। শোনা যায়, সে সময় র্যাগল্যান বলেছিলেন, “আমার হাতটা এনে দাও। ওই হাতের আঙুলে আমার স্ত্রীর দেওয়া আংটি আছে।”

র‌্যাগল্যানের মৃত্যুর পর বংশ পরম্পরায় বদলাতে থাকে আংটির মালিকানা। ২০১০ সালে পঞ্চম র্যাগল্যান তাঁর মৃত্যুর আগে বোনপো হেনরি ভ্যান ময়ল্যান্ডকে আংটিটির স্বত্ব উইল করে দিয়ে যান।

Advertisement

সম্প্রতি সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন হেনরি। ব্রিটেনের জাতীয় সেনা সংগ্রহশালা কর্তৃপক্ষ অবশ্য এতে আপত্তি জানিয়ে আংটিটি নিজেদের হেফাজতে চান, কিন্তু তাতে সিদ্ধান্ত বদলাননি হেনরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন