প্রোটোকল শিকেয় তুলে সুষমার হোটেলে খালেদা

সুষমা স্বরাজ ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা। প্রোটোকল অনুযায়ী সুষমারই উচিত খালেদার সঙ্গে দেখা করতে যাওয়া। কিন্তু খালেদা সাক্ষাতের সময় চাওয়ায় ভারতীয় কূটনীতিকরা বিএনপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন, সুষমা যাবেন না। দেখা করতে হলে খালেদা হোটেলে আসতে পারেন। কথাবার্তা হবে লবিতে বসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৪ ০১:৫৮
Share:

মুখোমুখি সুষমা স্বরাজ এবং খালেদা জিয়া। শুক্রবার ঢাকার একটি হোটেলে।

সুষমা স্বরাজ ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা। প্রোটোকল অনুযায়ী সুষমারই উচিত খালেদার সঙ্গে দেখা করতে যাওয়া। কিন্তু খালেদা সাক্ষাতের সময় চাওয়ায় ভারতীয় কূটনীতিকরা বিএনপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন, সুষমা যাবেন না। দেখা করতে হলে খালেদা হোটেলে আসতে পারেন। কথাবার্তা হবে লবিতে বসে।

Advertisement

নির্বাচন বয়কট করায় খালেদা এখন আর সাধারণ সাংসদও নন। কিছু দিন আগেই তাঁর বিশেষ সুবিধা পাওয়ার পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু প্রোটোকলের কথা তুলে এক দল বিএনপি নেতা সুষমার সঙ্গে দেখা না-করতে যাওয়ার পরামর্শই দেন খালেদাকে। এর আগে গত বছর ঢাকা সফরে আসা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময় চেয়েও দেখা করতে যাননি খালেদা। তখন অবশ্য তিনি বিরোধী নেত্রী। এ বার নির্বাচন বয়কট করে প্রধানমন্ত্রিত্বের সুযোগ ও বিরোধী নেত্রীর পদ দুই-ই হারিয়েছেন খালেদা। কিন্তু দিল্লির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক ঝালাবার তাগিদটা এতটাই, দোলাচল ছেড়ে সুষমার হোটেলে গিয়ে দেখা করার বিকল্পই বেছে নিলেন বিএনপি নেত্রী। লবির বদলে প্রেসিডেন্সিয়াল স্যুট ‘বেঙ্গলি’তে সকালে তাঁর সঙ্গে মিনিট দশেক কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে সংবাদ মাধ্যমের কোনও আলোকচিত্রীকে এই আলোচনার ছবি তুলতে দেওয়া হয়নি। পরে অবশ্য দলের তরফে বৈঠকের ছবি সংবাদমাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

সুষমা পরে বলেন, দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোই তাঁর সফরের লক্ষ্য। খালেদা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রী। তাই তাঁকে সময় দিয়েছিলেন। বৈঠকে উপস্থিত বিএনপি নেতা সামসের মবিন চৌধুরী জানান, অবৈধ ভাবে হাসিনা ক্ষমতা দখল করে রয়েছেন বলে সুষমাকে নালিশ করেছেন খালেদা। খালেদা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। সুষমা ও তাঁর মেয়ের জন্য দু’টি জামদানি শাড়িও উপহার দিয়েছেন খালেদা। এ দিনই শেখ হাসিনার বোন রেহানা ও কন্যা পুতুল খুব সকালে সুষমার হোটেলে গিয়ে তাঁর সঙ্গে প্রাতরাশ করেন। এর পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির দেখতে যান বিদেশমন্ত্রী। দুপুরেই তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement