লকভির জামিন নিয়ে হাইকোর্টে পাকিস্তান

অবশেষে জাকিউর রহমান লকভির জামিনের চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানাল পাকিস্তান সরকার। সরকারি আইনজীবী চৌধুরি আজহার এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গত ১৮ ডিসেম্বর ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালত জামিন মঞ্জুর করেছিল মুম্বই হামলার অন্যতম চক্রী লস্কর নেতা লকভির। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে তখনই পাক সরকার জানিয়েছিল, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৫ ০১:৪৯
Share:

অবশেষে জাকিউর রহমান লকভির জামিনের চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানাল পাকিস্তান সরকার। সরকারি আইনজীবী চৌধুরি আজহার এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন। গত ১৮ ডিসেম্বর ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালত জামিন মঞ্জুর করেছিল মুম্বই হামলার অন্যতম চক্রী লস্কর নেতা লকভির। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে তখনই পাক সরকার জানিয়েছিল, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে তারা।

Advertisement

সন্ত্রাস দমন আদালতের রায়ের প্রতিলিপি হাতে না পাওয়ায় ইসলামাবাদ হাইকোর্টে যেতে দেরি হবে বলে জানিয়েছিল পাক সরকার। কিন্তু শীতকালীন ছুটির মধ্যে হাইকোর্টে আবেদন জানানো গেল কী ভাবে? চৌধুরি আজহার জানিয়েছেন, বিষয়টির গুরুত্ব বোঝার জন্য হাইকোর্টকে বিশেষ আর্জি জানিয়েছিল সরকার। আদালত সে কথা শুনেছে। তবে শুনানির দিন এখনও ধার্য হয়নি।

হাইকোর্টে করা আবেদনে আজ পাক সরকার জানিয়েছে, লকভির বিরুদ্ধে জোগাড় করা সাক্ষ্যপ্রমাণকে অবহেলা করেছে সন্ত্রাস দমন আদালত। তা ছাড়া, ওই রায় তাড়াহুড়ো করে দেওয়া। প্রচুর সাক্ষীর বয়ান নেওয়া এখনও বাকি। সরকারকে সেই সময়টুকুও দেয়নি সন্ত্রাস দমন আদালত। পাক সরকারের আরও অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে গোটা বিচার প্রক্রিয়া দেরি করিয়ে দিয়েছেন লকভির আইনজাবী। এই সব কিছু মাথায় রেখে হাইকোর্ট যেন কোনও ভাবেই লকভির জামিন গ্রাহ্য না করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন