সরলেন মালিকি, ইরাকে যাবে না মার্কিন সেনা

নিয়ন্ত্রিত বিমান হানা হলেও জঙ্গি-বিধ্বস্ত ইরাকে এখনই সেনা নামাচ্ছে না পেন্টাগন। বরং শিনজার পাহাড়ে আটকে থাকা ইয়াজিদি সম্প্রদায়ের মানুষের কাছে ত্রাণ পাঠিয়েই জঙ্গি আন্দোলনের মোকাবিলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আজ এ কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। আজ পেন্টাগনের সুরেই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামাও। তিনি জানান, ইরাকে পরিস্থিতির উন্নতি হয়েছে। আজই বাগদাদে রাজনৈতিক সঙ্কট মিটিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন শিয়া রাজনীতিক নুরি অল-মালিকি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০৩:১১
Share:

নিয়ন্ত্রিত বিমান হানা হলেও জঙ্গি-বিধ্বস্ত ইরাকে এখনই সেনা নামাচ্ছে না পেন্টাগন। বরং শিনজার পাহাড়ে আটকে থাকা ইয়াজিদি সম্প্রদায়ের মানুষের কাছে ত্রাণ পাঠিয়েই জঙ্গি আন্দোলনের মোকাবিলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আজ এ কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। আজ পেন্টাগনের সুরেই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামাও। তিনি জানান, ইরাকে পরিস্থিতির উন্নতি হয়েছে। আজই বাগদাদে রাজনৈতিক সঙ্কট মিটিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন শিয়া রাজনীতিক নুরি অল-মালিকি।

Advertisement

২০১১ সালে সেনা সরানোর পর গত শুক্রবার জঙ্গি-দমনে ইরাকের কুর্দিস্তানে দু’টি বিমান হামলা চালায় মার্কিন সেনা। ইরাক নিয়ে আমেরিকা নতুন করে তৎপর হওয়ায় ফের ইরাকে মার্কিন আধিপত্য বিস্তারের প্রশ্ন উঠেছিল। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা সাফ জানান, এক ইরাকির আর্তিতে সাড়া দিয়ে ‘সাহায্যের হাত’ বাড়িয়েছে আমেরিকা।

সেই সাহায্যের পরিপ্রেক্ষিতেই ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) হামলায় শিনজার পাহাড়ে আটকে থাকা ইয়াজিদি সম্প্রদায়ের মানুষকে উদ্ধার করতে ইরাকের মাটিতে মার্কিন সেনা নামানো হতে পারে বলে গত কাল ইঙ্গিত দেয় পেন্টাগন। যদিও গত শুক্রবার ওবামা নিজেই ইরাকে সেনা নামানোর সম্ভাবনা খারিজ করে জানিয়েছিলেন, মানুষের পাশে দাঁড়াতে পরিস্থিতি বুঝে ইরাকে শুধু নিয়ন্ত্রিত বিমান হামলা চালাতে পারে মার্কিন সেনা। কিন্তু ওবামা ছুটি কাটাতে ওয়াশিংটন ছাড়ার পরই পেন্টাগনের তরফে ইরাকে সেনা নামানোর ইঙ্গিত দেওয়া হয়। তবে আজ সব জল্পনা উড়িয়ে দিয়ে ওবামা জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই ইরাকে মার্কিন সেনা নামানো হবে না। ওবামা যে ইরাক-পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তা জানিয়ে তাঁর সফর সঙ্গী তথা হোয়াইট হাউসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার (প্রতিরক্ষা দফতরের অতিরিক্ত পরামর্শদাতা) বেঞ্জামিন জে রডেস বলেন, “ইরাকে মার্কিন সেনা নামানো হবে না, তা আজও একাধিকবার জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।”

Advertisement

নুরি অল-মালিকির শিয়াপ্রধান সরকারের নীতির ফলেই ইরাকে সুন্নিরা আইএসআইএসের দিকে ঝুঁকেছেন বলে মনে করে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া। ইতিমধ্যেই নয়া প্রধানমন্ত্রী হিসেবে হায়দর-আল আবাদির নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ফোয়াজ মাসুম। কিন্তু তা মানতে নারাজ মালিকি আদালতে যান। তবে আজ গভীর রাতে মালিকির এক মুখপাত্র জানিয়েছেন, সমস্যা মিটে গিয়েছে। মালিকি আবাদিকে সমর্থন করতে রাজি হয়েছেন। আবাদির প্রতি মার্কিন সমর্থনই মালিকিকে মত বদলাতে বাধ্য করেছে বলে ধারণা কূটনৈতিক শিবিরের।

এ দিকে, ইরাক-পরিস্থিতি খতিয়ে দেখতে কালই শিনজার পাহাড়ে পরিদর্শনে যান মার্কিন সেনা ও ত্রাণ দফতরের প্রতিনিধিরা। ইরাকের পরিস্থিতি আপাতত নিরাপদ বলে আজ প্রতিরক্ষা দফতরের কাছে রিপোর্ট পেশ করে জানিয়েছেন তাঁরা। রিপোর্ট বলছে, ইরাকের অবস্থা যতটা ভয়ানক বলে মনে করা হচ্ছে, বাস্তব ততটা খারাপ নয়। ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ এখন আগের থেকে অনেকটাই নিরাপদ। তবে শিনজার পাহাড়ে আটকে থাকা মানুষদের বেশির ভাগই পাহাড়ের আশ্রয় ছাড়তে রাজি নন। সেখানে যাতে নিয়মিত ত্রাণসামগ্রী পৌঁছয় সে দিকে নজর দেওয়া হচ্ছে।

তবে ইরাক নিয়ে মার্কিন মনোভাব নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক শিবিরে। আইএসআইএস নতুন করে সংখ্যালঘু-নিধনে তৎপর হলে ফের সঙ্কট বাড়বে ‘নিরাপদ’ ইরাকের। তখন কী করবে আমেরিকা? হঠাৎ সেনা নামানোর ইঙ্গিতই বা কেন দিয়েছিল পেন্টাগন? এ সব প্রশ্নের এখনও জবাব মেলেনি।

মানববোমা হতে পারে, হিজাবে ভয়

সংবাদ সংস্থা • কানো (নাইজেরিয়া)

লাইন পড়েছে এটিএম-এর সামনে। হঠাৎ সব ভোঁ-ভাঁ! হিজাব পরা এক তরুণী লাইনে এসে দাঁড়িয়েছেন। তাতেই ছুটে পালিয়েছেন সকলে। এই হিজাবই এখন আতঙ্ক উত্তর নাইজেরিয়ায়। হিজাব পরিয়ে মেয়েদের মানববোমা হিসেবে ব্যবহার করছে বোকো হারাম জঙ্গিরা। গত মাসেই চারটি এমন বিস্ফোরণে ন’জন নিহত হয়েছেন নাইজেরিয়ায়। তাই আর হিজাব পরার সাহস পাচ্ছেন না শহরের মহিলারা। গত পাঁচ বছরে নাইজেরিয়ায় প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করেছে বোকো হারাম। এপ্রিল মাসে ২৭৬টি ছাত্রীকে অপহরণ করেছিল এই জঙ্গি গোষ্ঠী। সন্দেহ, এদেরই হিজাব পরিয়ে মানববোমা হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। গত ৩০ জুলাই উদ্ধার করা হয় একটি শিশুকে। তার গায়ে জড়ানো ছিল বিস্ফোরক। “পাশে হিজাব পরা মেয়ে দেখলেই ভয়ে বুক কেঁপে ওঠে আজকাল,” বললেন এক বাসিন্দা বালা দাউদ। ২১ বছরের আদামা হাবিবু বরাবরই হিজাব পরতেন। এখন আর পরেন না। হিজাব পরায় ক’দিন আগে তাঁকে শপিং মলে ঢুকতে দেওয়া হয়নি। ঝামেলা এড়াতে এখন তাই শাল জড়িয়ে নিচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন