৬০ বছর পরে হাত মেলাল চিন-তাইওয়ান

ছ’দশক পরে দেখা হল দুই রাষ্ট্রনেতার। হাত মেলালেন শি চিনফিং এবং মা ইঙ্গ জিউ। প্রথম জন চিনের প্রেসিডেন্ট এবং দ্বিতীয় জন তাইওয়ানের। শনিবার সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকল সিঙ্গাপুর। এমনটা হতে পারে বলে মাসখানেক আগেও ভাবতে পারেননি কেউ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ০২:৪৩
Share:

ছ’দশক পরে দেখা হল দুই রাষ্ট্রনেতার। হাত মেলালেন শি চিনফিং এবং মা ইঙ্গ জিউ। প্রথম জন চিনের প্রেসিডেন্ট এবং দ্বিতীয় জন তাইওয়ানের। শনিবার সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকল সিঙ্গাপুর। এমনটা হতে পারে বলে মাসখানেক আগেও ভাবতে পারেননি কেউ। কারণ গত যাট বছরে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে এক বারও দেখা করেননি। চিন বরাবরই তাইওয়ানকে নিজেদের এলাকা বলে মনে করে। আর তাইওয়ান কোনও দিনই চিনের সেই কর্তৃত্ব মানতে চায়নি।

Advertisement

এ হেন দুই শত্রু দেশের দুই প্রধানকে এ দিন এক মিনিটেরও বেশি সময় ধরে হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এ দিনের আলোচনায় দু’দেশের মধ্যে
বাণিজ্যিক সম্পর্কের আদান-প্রদান নিয়েই মূলত কথা হয়েছে বলে জানিয়েছেন মা। তাইওয়ান সরকার আগেই জানিয়েছিল, দক্ষিণ চিন সাগরে আধিপত্যের মতো কোনও বিতর্কিত বিষয় নিয়ে এ দিন আলোচনা হবে না। সেই কথা মতো দু’দেশের মধ্যে পর্যটন আর বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উপরই জোর দেওয়া হয়েছে এ দিন।

এ দিনের বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন খোদ চিনা প্রেসিডেন্ট শি চিনফিংও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিনফিং বলেছেন, ‘‘আমরা দু’দেশ দুই ভাইয়ের মতো। হাড়গোড় নয়, রক্ত-মাংস দিয়ে জোড়া এই দুই দেশ। অতীতে দু’জনের মধ্যে যত ঝামেলা আর মনোমালিন্যই হোক না কেন, বিশ্বের কোনও শক্তি আমাদের আলাদা করতে পারবে না।’’ দুই পড়শি দেশের এই কূটনৈতিক মেলবন্ধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সারা বিশ্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement