Tesla in India

ভারতে টেসলার প্রথম বিপণি খুলল মুম্বইয়ে! এ দেশের বাজারে কত দাম হবে গাড়ির? জানিয়ে দিল মাস্কের সংস্থা

ভারতে টেসলার প্রথম বিপণির উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। ভারতে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন এবং গবেষণা ও উন্নয়নের জন্য টেসলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আশাপ্রকাশ করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১১:১১
First Showroom of Tesla in India opened at Mumbai, releases price list

—প্রতীকী ছবি।

ভারতের বাজারে আনুষ্ঠানিক প্রবেশ হল বৈদ্যুতিন গাড়ি বা ইভি (ইলেকট্রনিক্স ভেহিকল) নির্মাণকারী সংস্থা টেসলার। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে খুলে গেল এ দেশে সংস্থার প্রথম বিপণি (শোরুম)। বহু দিন ধরেই টেসলার বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভারতের মতো সম্ভাবনাময় বাজারে পাড়ি জমাতে মুখিয়ে ছিলেন ইলন মাস্ক। মঙ্গলবার তারই সূত্রপাত হল। একই সঙ্গে ভারতের বাজারে তাদের গাড়ি কত দামে বিক্রি হবে তা-ও প্রকাশ্যে এনেছে ইলন মাস্কের সংস্থা।

Advertisement

টেসলার তরফে জানানো হয়েছে, ওয়াই মডেলের বৈদ্যুতিক গাড়ি ভারতীয় বাজারে আনছে তাদের সংস্থা। ওয়াই মডেলের রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণটি ৫৯.৮৯ লক্ষ টাকা (অন-রোড)-য় বিক্রি করবে তারা। অন্য দিকে, ওয়াই মডেলের লং রেঞ্জ গাড়িটির মূল্য হবে ৬৭.৮৯ লক্ষ টাকা (অন-রোড)।

ভারতে টেসলার প্রথম বিপণির উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। ভারতে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন এবং গবেষণা ও উন্নয়নের জন্য টেসলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আশাপ্রকাশ করেন তিনি। ফডণবীস বলেন, ‘‘টেসলা বিপণি খোলার জন্য সঠিক শহর এবং রাজ্য বেছে নিয়েছে। আমরা আশা করি টেসলা ভারতে গাড়ি উৎপাদনকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ইউনিট খোলারও পরিকল্পনা করবে।’’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘মহারাষ্ট্র ভারতের উদ্যোক্তাদের রাজধানী। মুম্বই উদ্ভাবন এবং স্থায়িত্বের প্রতিনিধিত্ব করে। টেসলা কেবল একটি গাড়ি নয়। প্রযুক্তির জন্য এর খ্যাতি বিশ্বজোড়া।’’

উল্লেখ্য, গত শুক্রবারই এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে ভারতে বিপণি খোলার ইঙ্গিত দিয়েছিল টেসলা। সেই পোস্টে লেখা ছিল, ‘শীঘ্রই আসছে’। পরিকল্পনা মতোই মঙ্গলবার মুম্বইয়ে খুলে গেল টেসলার প্রথম বিপণি। মুম্বইয়ে প্রথম বিপণি খোলার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অটোমোবাইল বাজারে প্রবেশ করল টেসলা। তবে ভারতে টেসলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জল্পনা-কল্পনা সত্ত্বেও, সংস্থাটি বর্তমানে স্থানীয় ভাবে গাড়ি তৈরি নিয়ে এখনও কোনও ইচ্ছাপ্রকাশ করেনি।

Advertisement
আরও পড়ুন