Viral Video

ফেল করেছে পুত্র, রাস্তাতেই বেল্ট হাতে তাড়া করল বাবা! লাঠি নিয়ে আত্মরক্ষার চেষ্টা ছেলের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় বেল্ট হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। কিছুটা দূরে লাঠি হাতে দাঁড়িয়ে তাঁর পুত্র। হঠাৎ বেল্ট নিয়ে পুত্রকে তাড়া করেন তিনি। সঙ্গে বেল্ট চালাতেও থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১১:৫৫
Video shows father run after son with belt as he fails in exam

ছবি: ইনস্টাগ্রাম।

পরীক্ষায় ফেল করেছে পুত্র। রাস্তাতেই বেল্ট নিয়ে তাড়া করল বাবা। তবে ছেলেও কম যায় না। লাঠিকে বর্মের মতো ব্যবহার করে বাবার মারের হাত থেকে কৌশল করে বাঁচার চেষ্টা চালাল সে। তবে শেষরক্ষা হল না। ঘটনাটি ঘটেছে চিনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় বেল্ট হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। কিছুটা দূরে লাঠি দাঁড়িয়ে তাঁর পুত্র। হঠাৎ বেল্ট নিয়ে পুত্রকে তাড়া করেন তিনি। সঙ্গে বেল্ট চালাতে থাকেন। অন্য দিকে, ওই ব্যক্তির পুত্র লাঠি নিয়ে বাবার মারের মোকাবিলা করতে থাকে। লাঠি দিয়ে বেল্টের আঘাত আটকায়। সঙ্গে দৌড়তেও থাকে। তবে বেশি ক্ষণ সেই ‘লড়াই’ চলেনি। কিছু ক্ষণ পর ছেলেটিকে পিছন থেকে ধরে ফেলে রাস্তায় থাকা অন্য এক যুবক। সঙ্গে সঙ্গে পুত্রকে বেল্ট দিয়ে চাবকাতে থাকেন বাবা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয় পুত্রের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাসিয়ানউইথঅ্যাটিচিউড’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। পোস্টে দাবি করা হয়েছে, পুত্র পরীক্ষায় ফেল করার কারণেই রাগে তাঁকে বেল্ট নিয়ে তাড়া করেছিলেন বাবা।

ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। বাবার আচরণের সমালোচনা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিন্দনীয় আচরণ। ছেলের সাফল্য চাইলে মারধরের পরিবর্তে তাকে সাহায্য করার চেষ্টা করুন।’’

Advertisement
আরও পড়ুন