বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে। এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ৯ টি আসন ফাঁকা রয়েছে। তাতেই পড়ুয়াদের ভর্তি নেওয়ার জন্য স্পট কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০২৫-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রানস্ এক্জ়ামিনেশনে ৩০,০০০ কিংবা তার পরবর্তী র্যাঙ্কে থাকা পড়ুয়ারা ওই বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ওই র্যাঙ্ক ৫৫,০০০ পর্যন্ত হলেও ভর্তি নেওয়া হবে।
ভর্তি হতে আগ্রহীদের বয়স ১৭ বছরের বেশি হওয়া প্রয়োজন। তাঁদের উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে। আগ্রহীদের কাউন্সেলিং-এর দিন জয়েন্টের র্যাঙ্ক কার্ড, সরকারি পরিচয়পত্র, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট-এর নথি সঙ্গে রাখা দরকার। সঙ্গে ২৭,৫০০ টাকা ভর্তি হওয়ার ফি হিসাবে জমা দিতে হবে।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মিটিং রুমে কাউন্সেলিং হবে। ১৮ নভেম্বর বেলা ১টা থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগ্রহীদের তার আগেই উপস্থিত হতে হবে।