CU Recruitment 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে গবেষকের খোঁজ, যোগ্যতা যাচাই হবে কী ভাবে?

সাম্মানিক বাবদ প্রতি মাসে ৩৬,৪০০ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৫:৪৭
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নানারকম প্রতিকূলতার সম্মুখীন কিশোর, কিশোরীদের নিয়ে গবেষণাধর্মী কাজ করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে তাদের তরফে। সেই প্রকল্পেই গবেষক প্রয়োজন। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে একটি কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ফিজ়িবিলিটি অ্যান্ড শর্টটার্ম আউটকামস অফ এ লোকালি অ্যাডাপ্টেড লাইফ স্কিলস ইন্টারভেনশন ইন অ্যাডোলেসেন্টস এক্সপেরিয়েন্সিং ক্রনিক অ্যাডভার্সিটিস: এ মাল্টি-সাইট স্টাডি’। এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।

প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর কর্মদক্ষতা এবং তহবিলের উপর ভিত্তি করে সময়সীমা বাড়ানো হতে পারে। সাম্মানিক বাবদ তাঁকে প্রতি মাসে ৩৬,৪০০ টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন মনোবিদ্যা, সমাজবিজ্ঞান বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর প্রাপকেরা। তাঁদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র, কভার লেটার-সহ সেখানে উপস্থিত হতে হবে। আবেদনের বাকি শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন