IIM Mumbai Admission 2025

জননীতি নির্ধারণ নিয়ে পিজি ডিপ্লোমা করাবে আইআইএম মুম্বই, ঘরে বসেই করা যাবে ক্লাস

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে ক্লাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৪:২১
IIM Mumbai

আইআইএম মুম্বই। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), মুম্বইয়ের তরফে এ বার পড়ানো হবে পাবলিক পলিসি ম্যানেজমেন্ট। অর্থাৎ জননীতি নির্ধারণ এবং ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় বিষয় পড়ানো হবে এই কোর্সে। সম্প্রতি এমনটা জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে পাবলিক পলিসি ম্যানেজমেন্ট-এ পিজি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। চলবে এক বছর ধরে। পাঠক্রমটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-র সঙ্গে যৌথ ভাবে আয়োজন করছে আইআইএম মুম্বই। এ ছাড়াও অন্য বেসরকারি সংস্থা সহযোগিতা করবে পাঠক্রমটি পড়ানোর ক্ষেত্রে।

কোর্সটি পড়াবেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকেরা। অনলাইনেই হবে সমস্ত ক্লাস। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে ক্লাস। মূলত পেশাদারদের জন্যই এই কোর্স। ভর্তির সুযোগ পাবেন সরকারি অফিসার থেকে শুরু করে অন্য সংস্থায় কর্মরতরাও। যে কোনও বিষয়ে স্নাতকে তাঁদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

কোর্সটিতে পড়ানো হবে বর্তমান সময়ে সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় নানা বিষয়। এর মধ্যে রয়েছে সঙ্কট মোকাবিলা করার উপায়, উদ্ভাবনী ভাবনা, নেতৃত্বদানের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। যাতে সুস্থায়ী পরিকাঠামো গড়ে তোলার জন্য নীতি নির্ধারণে কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই এই পাঠক্রম চালুর ভাবনা।

পাঠক্রমে ভর্তি নেওয়া হবে প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকা পরীক্ষা (আইআইএমএ)-এর মাধ্যমে। যাঁরা ক্যাট, জিম্যাট বা জিআরই দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সেই স্কোর ছাড়াও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে গত পাঁচ বছরের মধ্যে তাঁদের ওই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন