CU Admission 2026

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-র সুযোগ, ‘এক্সিট’-এর সুযোগও পাওয়া যাবে

বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে পড়ানো হবে এমবিএ এবং এমবিএ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) কোর্স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৪:১৩
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিজ়নেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর (এমবিএ)-এর সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে দু’টি এমবিএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জাতীয় শিক্ষানীতি মেনেই দু’টি কোর্স পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ে। আগ্রহীরা এ জন্য অফলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে পড়ানো হবে এমবিএ এবং এমবিএ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) কোর্স। দু’বছরের স্নাতকোত্তর কোর্সে থাকবে যে কোনও সময় বেরিয়ে (এক্সিট) যাওয়ার সুযোগও। যাঁরা এক বছর পর এই কোর্স থেকে বেরিয়ে যেতে চান, তাঁরা দু’টি বিষয়েই ডিপ্লোমা নিয়ে উত্তীর্ণ হবেন।

যে কোনও বিষয়ে অনার্স নিয়ে স্নাতক হলে কোর্সগুলিতে ভর্তির আবেদন করা যাবে। আবার, যাঁদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মেডিক্যাল সায়েন্সেস বা কোনও পেশাদারি কোর্সে স্নাতক যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন দু’টি পাঠক্রমে। তবে উভয় কোর্সের জন্যই ক্যাট, ম্যাট, এক্সম্যাট, জিম্যাট বা জাতীয় স্তরের কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়াও জরুরি।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করেই কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৭৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১,৫০০ টাকাও জমা দিতে হবে। আগামী ১৯ জুন আবেদনের শেষ দিন। এর পর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে ২৬ এবং ২৭ জুন।

Advertisement
আরও পড়ুন