প্রতীকী চিত্র।
চূড়ান্ত আনসার কি প্রকাশের পর এ বার ঘোষণা করা হল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট)-এর ফলাফল। শনিবার পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।
গত বছর ১৮ ডিসেম্বর দেশ জুড়ে সিএসআইআর নেট-এর আয়োজন করা হয়েছিল। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল ২২০টি শহরের পরীক্ষাকেন্দ্রে। ২,১২,৫৫২ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দিয়েছিলেন ১,৫৪,০৮০ জন। এর মধ্যে ৯৩,১৯৩ জন মহিলা এবং ৬০,৮৮৬ জন পুরুষ এবং এক জন রূপান্তরকামী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১, ৭৪,৭৮৫ জন।
কী ভাবে দেখবেন?
১। পরীক্ষার্থীদের csirnet.nta.ac.in-এ যেতে হবে।
২। এর পর হোমপেজ থেকে ‘সিএসআইআর ইউজিসি নেট ২০২৫ স্কোরকার্ড’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৪। লগ ইন করলেই স্কোরকার্ড স্ক্রিনে দেখা যাবে।
৫। পরীক্ষার্থীরা সেই স্কোরকার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
উল্লেখ্য, প্রতি বছরই বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার জন্য সিএসআইআর-ইউজিসি নেট করে এনটিএ। পরীক্ষায় উত্তীর্ণেরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ যোগ্যতা অর্জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কাজের সুযোগ পাবেন।