প্রতীকী চিত্র।
সাময়িক ভাবে স্থগিত থাকার পর ফের চালু হল মেডিক্যাল স্নাতকোত্তরের তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র তরফে প্রকাশ করা হল সংশোধিত সূচিও।
মেডিক্যাল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, নিট পিজি-র তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য এ বার নতুন করে বেশ কিছু আসন যোগ করা হয়েছে। এর মধ্যে কোটার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে একটি, তেলঙ্গনার নিজ়াম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর দু’টি আসন যোগ করা হয়েছে। একই সঙ্গে অনুমোদন নিয়ে বিবাদের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া দিল্লির হামদর্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এর ৪৯টি আসনও যুক্ত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ডিরেক্ট্রেট জেনারেল অফ হেল্থ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর জানিয়েছে, এ বার কাউন্সেলিংয়ে নতুন ভাবে আবেদন গ্রহণ করা হবে। যে সমস্ত নিট পিজি উত্তীর্ণেরা আগে আবেদন জানাননি, তাঁরাও নাম নথিভুক্ত করতে পারবেন তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে।
নয়া সূচি অনুযায়ী, তৃতীয় রাউন্ডের জন্য নাম নথিভুক্ত করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নিজেদের পছন্দের আসন এবং কোর্স বেছে (চয়েস ফিলিং) নিতে হবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘চয়েস লক’ করা যাবে ১ এবং ২ ফেব্রুয়ারির মধ্যে। এর পর শুরু হবে আসন বরাদ্দ করার প্রক্রিয়া। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ৩ ফেব্রুয়ারি। নির্ধারিত কলেজে পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে ৪ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে।
উল্লেখ্য, সম্প্রতি মেডিক্যালের স্নাতকোত্তরে সংরক্ষিতদের -৪০ নম্বর নিয়েও ভর্তির সিদ্ধান্ত নিয়ে বিরোধিতায় সরব হন বহু মানুষ। দেশে মেডিক্যাল শিক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। যে হেতু শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন, তাই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশে এমসিসি নিট পিজি কাউন্সেলিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।