BOB Recruitment 2026

৪১৮ জন কর্মী প্রয়োজন ব্যাঙ্ক অফ বরোদায়, কোন পদে, কত বছর বয়সিরা আবেদন করবেন?

পদ অনুযায়ী মাসিক বেতন হবে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ থেকে সর্বাধিক ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৪:১৭
Bank of Baroda

ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কের তথ্য-প্রযুক্তি বিভাগে নানা পদে কর্মী প্রয়োজন। শুক্রবার ব্যাঙ্কের তরফে এমন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪১৮। তাঁদের সংশ্লিষ্ট ব্যাঙ্কে ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এআই ইঞ্জিনিয়ারিং, এপিআই ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্টেশন-এর মতো নানা কাজ করতে হবে। দেশের বিভিন্ন রাজ্যে হবে পোস্টিং।

নিয়োগের পর কর্মীদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। পদ অনুযায়ী মাসিক বেতন হবে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ বা সর্বাধিক ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।

পদ অনুযায়ী, বয়সের ঊর্ধ্বসীমাও পৃথক। কোনও পদে ২২ থেকে ৩২ বছর বয়সিরা, আবার কোনও পদে ২৭ থেকে ৩৭ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। সমস্ত পদেই শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মানদণ্ড রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ১৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন