AIIMS Kalyani Recruitment 2026

এমস কল্যাণীতে কর্মীর খোঁজ, বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর হলেই করা যাবে আবেদন

নিযুক্তের পারিশ্রমিক হবে মাসে ২৮,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:৩২
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। সম্প্রতি তেমনই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। প্রতিষ্ঠানের একটি বিভাগে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে।

Advertisement

প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বিভাগে গবেষণার কাজ হবে। বিষয়— ‘পাথওয়েজ় টু রেসিলিয়েন্স অ্যান্ড মেন্টাল হেল্‌থ’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

প্রকল্পের জন্য একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইমেজিং পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে ছ’মাস। পরে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ। তাঁর পারিশ্রমিক হবে মাসে ২৮,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ বছর। পাশাপাশি, তাঁদের বিজ্ঞান নিয়ে স্নাতকে উত্তীর্ণ হওয়ার পর তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন