Govt Fellowship for Graduates

গবেষণা করার কথা ভাবছেন? আইআইইএসটি শিবপুরে মিলতে পারে সুযোগ

স্নাতকের পড়ুয়ারা ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে গবেষণার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১২:৩৭
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। নিজস্ব চিত্র।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর দেবে গবেষণার সুযোগ। আন্ডারগ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে আগ্রহীরা মৌলিক ভাবনার বিষয় নিয়ে কাজ করতে পারবেন। ফেলোশিপের সুযোগ পাবেন সাত জন।

Advertisement

মাইনিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন, এমন পড়ুয়ারা ওই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। মোট ১০ মাস পর্যন্ত ফেলোশিপ পাওয়ার সুযোগ থাকছে। তবে, শর্তসাপেক্ষে একটি মাত্র বিষয় প্রোপোজ়াল হিসাবে জমা দিতে পারবেন আগ্রহীরা।

পড়ুয়াদের ভাবনার বিষয় মৌলিক হতে হবে। পূর্বে ওই বিষয় নিয়ে কাজ হয়ে থাকলে, প্রার্থীর আবেদন বাতিল করবে আইআইইএসটি, শিবপুর। ফেলোশিপ বাবদ ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

বাছাই করা প্রার্থীরা প্রতিষ্ঠানের মাইনিং সিপিএস সেন্টার অফ এক্সিলেন্স-এর অধীনে গবেষণার সুযোগ পাবেন। আগ্রহীরা ই-মেল মারফত বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারেন। আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।

Advertisement
আরও পড়ুন