M. Pharm Course 2025

প্রবেশিকায় পাশ করলেই ফার্মাসিতে উচ্চ শিক্ষিত হওয়ার সুযোগ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করাবে বিশেষ কোর্স

ফার্মাসিতে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এ উত্তীর্ণ হওয়া আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৬:৪৫
Pharmacists conduct experiments on drugs to treat diseases.

রোগ নিরাময়ের ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কাজটি ফার্মাসিস্টরা করে থাকেন। ছবি: সংগৃহীত।

রোগ নিরাময়ের ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কাজটি ফার্মাসিস্টরা করে থাকেন। এই বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে স্নাতকোত্তর স্তরে ফার্মাসি নিয়ে একটি ডিগ্রি কোর্স করানো হবে।

Advertisement

আসন সংখ্যা:

মোট ৩৪ জন ওই কোর্সটি করার সুযোগ পাবেন। তবে জেনারেল, ওবিসি, তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে, সেই সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ছাড়াও রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের বিধি এবং নিয়মানুসারে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ৮০:২০ অনুপাতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধীনে বিভিন্ন কলেজ থেকে স্নাতক হয়েছেন এমন ৮০ শতাংশ পড়ুয়া স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। বাকি ২০ শতাংশ আসনের জন্য অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুযোগ দিতে হবে। এই বিধি মেনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলবে কী না, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যায়নি।

কোন শর্তে ভর্তি হওয়ার সুযোগ?

  • উল্লিখিত কোর্সে ভর্তি হতে আগ্রহীদের ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • একই সঙ্গে প্রার্থীদের গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
  • স্নাতক ডিগ্রি কোর্সের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
  • এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা এবং ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতেই হবে। তবেই, মিলবে ভর্তি হওয়ার সুযোগ।

প্রবেশিকার বিষয়বস্তু:

  • প্রবেশিকায় স্নাতক স্তরের কোর্সে পাঠক্রম থেকে প্রশ্ন থাকবে।
  • ৩০ টি ‘মাল্টিপল চয়েস কোয়েশ্চেন’ (এমসিকিউ) প্রশ্ন করা হবে।
  • পরীক্ষায় উত্তীর্ণরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন।

আবেদনের শর্তাবলি:

  • অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
  • আবেদনের জন্য ৩০০ টাকা ফি জমা দেওয়া প্রয়োজন।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • ৮ অগস্ট থেকে ২০ অগস্টের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
  • মেধাতালিকা প্রকাশিত হবে ২১ অগস্ট।
  • প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড ওই দিন থেকেই ডাউনলোড করতে পারবেন।
  • পরীক্ষা ২২ অগস্ট এবং ইন্টারভিউ ২২ থেকে ২৪ অগস্ট পর্যন্ত চলবে।

আর কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি পড়ানো হয়?

ইনস্টিটিউট অফ ফার্মাসি, জলপাইগুড়ি; যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা; ডক্টর বি সি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে উল্লিখিত বিষয়টি পড়ানো হয়ে থাকে।

Advertisement
আরও পড়ুন