রোগ নিরাময়ের ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কাজটি ফার্মাসিস্টরা করে থাকেন। ছবি: সংগৃহীত।
রোগ নিরাময়ের ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কাজটি ফার্মাসিস্টরা করে থাকেন। এই বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে স্নাতকোত্তর স্তরে ফার্মাসি নিয়ে একটি ডিগ্রি কোর্স করানো হবে।
আসন সংখ্যা:
মোট ৩৪ জন ওই কোর্সটি করার সুযোগ পাবেন। তবে জেনারেল, ওবিসি, তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে, সেই সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ছাড়াও রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের বিধি এবং নিয়মানুসারে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ৮০:২০ অনুপাতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধীনে বিভিন্ন কলেজ থেকে স্নাতক হয়েছেন এমন ৮০ শতাংশ পড়ুয়া স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। বাকি ২০ শতাংশ আসনের জন্য অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুযোগ দিতে হবে। এই বিধি মেনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলবে কী না, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যায়নি।
কোন শর্তে ভর্তি হওয়ার সুযোগ?
প্রবেশিকার বিষয়বস্তু:
আবেদনের শর্তাবলি:
গুরুত্বপূর্ণ তারিখ:
আর কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি পড়ানো হয়?
ইনস্টিটিউট অফ ফার্মাসি, জলপাইগুড়ি; যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা; ডক্টর বি সি রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে উল্লিখিত বিষয়টি পড়ানো হয়ে থাকে।