RRB Recruitment 2025

নার্স-সহ একাধিক পদে নিয়োগ, রেলের বিভিন্ন ডিভিশনে কর্মখালি, আবেদন করবেন কী ভাবে?

শিলিগুড়ি, কলকাতা, মালদহ-সহ দেশের বিভিন্ন ডিভিশনে নার্সিং এবং ‘অ্যালায়েড অ্যান্ড হেল্থকেয়ার’ শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৬:১৯
Recruitment for multiple posts including nurses in the railways.

নার্স-সহ একাধিক পদে নিয়োগ করবে রেল। ছবি: সংগৃহীত।

রেলের বিভিন্ন ডিভিশনে নার্স নিয়োগ করা হবে। একই সঙ্গে ‘অ্যালায়েড অ্যান্ড হেল্থকেয়ার’ প্রফেশনালদেরও কাজের সুযোগ দেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্যারামেডিক্যাল স্টাফ’ (‘প্যারামেডিক্যাল’ শব্দে নিষেধাজ্ঞা কেন্দ্রের) হিসাবে তাঁদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৯৮।

Advertisement

কোন কোন পদে কর্মখালি?

নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট, ডায়ালাসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

কী ভাবে হবে নিয়োগ?

  • অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
  • কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন, পূর্ণমান ১০০।

কারা পাবেন সুযোগ?

  • জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জেএনএম), ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ইন নার্সিং ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট পদে আবেদনের সুযোগ পাবেন। জাতীয় বা রাজ্য সরকারি নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • হেমোডায়ালিসিস বিষয়ে স্নাতক বা ডিপ্লোমাপ্রাপ্তেরা ডায়ালিসিস টেকনিশিয়ান হিসাবে আবেদন করতে পারবেন। দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স ২০ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
  • হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর পদে রসায়নে স্নাতকদের নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁদের হেলথ বা স্যানিটারি ইনস্পেক্টর বিষয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স কিংবা হেলথ স্যানিটারি ইনস্পেক্টর ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকা আবশ্যক। বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
  • ফার্মাসিস্ট পদে ফার্মাসি বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকা দরকার। বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
  • রেডিয়োগ্রাফি বা এক্স-রে টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা রেডিয়োগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান পদে আবেদনের সুযোগ পাবেন। বয়স ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
  • ইসিজি টেকনিশিয়ান পদে ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি, কার্ডিয়োলজি-র মতো বিষয়ে ডিপ্লোমাপ্রাপ্ত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি কিংবা সমতুল বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

কোথায় পরীক্ষা?

  • কলকাতা, মালদহ, শিলিগুড়ি-সহ রেলের সমস্ত ডিভিশনে উল্লিখিত পদে কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।
  • বাংলা-সহ মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

আবেদন কী ভাবে?

  • অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন।
  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (rrbkolkata.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • ৯ অগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
  • ১০ সেপ্টেম্বরের মধ্যে ফি-সহ আবেদনপত্র পাঠানো আবশ্যক।
  • তথ্য সংশোধনের জন্য ১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে।
Advertisement
আরও পড়ুন