বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। ওই বিষয়টি চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্ত হলেও মেডিক্যাল শাখার অধীনে পড়ানো হয় না। আগে এই ধরনের একাধিক বিষয়গুলিকে ‘প্যারামেডিক্যাল’ শব্দবন্ধের মাধ্যমে চিহ্নিত করা হত। বর্তমানে ওই শব্দবন্ধই ব্যবহারের উপর সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।
পরিবর্তে কোন শব্দ ব্যবহার করতে হবে?
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে এ-ও বলা হয়েছে, ওই শব্দবন্ধের পরিবর্তে সরকারি ভাবে সমস্ত ক্ষেত্রেই ‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার’ ব্যবহার করতে হবে।
কোন কোন ক্ষেত্রে ব্যবহার আবশ্যক?
বিজ্ঞাপন, নিয়মবিধি, নিয়োগবিজ্ঞপ্তি, প্রতিষ্ঠানের নাম, কোর্সের নাম, পাঠ্যক্রম-সহ যে সমস্ত কাজের জন্য পূর্ব ব্যবহৃত শব্দটি প্রযোজ্য, সেই সমস্ত ক্ষেত্রেই ‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার’ ব্যবহার করা আবশ্যক। বৈদ্যুতিন মাধ্যম থেকে শুরু কথোপকথন- সব ক্ষেত্রে নিয়মটি জারি করতে হবে বলেও জানিয়েছে কমিশন।
আরও পড়ুন:
‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার’-এর কোন কোন বিষয় এই রাজ্যে পড়ানো হয়?
১. প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স
২. অকুপেশনাল থেরাপি
৩. ফিজ়িয়োথেরাপি
৪. ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি
৫. অপারেশন থিয়েটার টেকনোলজি
৬. ফিজ়িশিয়ান অ্যাসিস্ট্যান্ট
৭. পারফিউশন টেকনোলজি
৮. মেডিক্যাল মাইক্রোবায়োলজি
৯. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি
১০. ভিশন সায়েন্স ইন সেন্ট্রাল স্টেরিলাইজ়েশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল
১১. রেসপিরেটরি থেরাপি
১২. রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি
রাজ্যের কোন কোন সরকারি প্রতিষ্ঠানে মিলবে সুযোগ?
রাজ্য সরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়গুলি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও রাজ্যে অবস্থিত বেশ কিছু কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকেও ‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার’-এর অন্তর্ভুক্ত বিষয়গুলিতে ডিগ্রি কোর্স করতে পারবেন।
রাজ্য সরকারি প্রতিষ্ঠান
- দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস
- বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বর্ধমান
- কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হাসপাতাল, উত্তর ২৪ পরগনা
- ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা
- নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা
- আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা
- স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা
কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান
- আলি ইয়াভার জাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিজ়অ্যাবিলিটিস়
- অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজ়িন অ্যান্ড পাবলিক হেলথ
- ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ়অ্যাবিলিটিস়
কারা সুযোগ পাবেন?
বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর ‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার’ শাখায় পড়াশোনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দ্বাদশের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি বিষয়গুলি থাকতেই হবে। তবে, উল্লিখিত বিষয়ে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের একটি প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন।