সিরিয়ার হাওয়ায় ভাসছে তাদের ‘অপ্রাতিষ্ঠানিক জাতীয় সঙ্গীত’— “মাথা উঁচু করো সিরিয়াবাসী, তোমরা এখন স্বাধীন।”
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ। এর পরে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পরীক্ষা।
আধিকারিকদের মতে, আইনশৃঙ্খলা যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত, তাই এই ব্যবস্থা রাখা হচ্ছে। তবে পরিস্থিতি অনুযায়ী রাজ্য পদক্ষেপ বা সহযোগিতা না করলে তখন কমিশন নিরাপত্তার জন্য পদক্ষেপ করতে পারে।
গণনা-পত্র বিলি, পূরণ ও সংগ্রহের পরে তা আপলোড করার কাজ শেষ হয়েছে। তার প্রেক্ষিতেই শুক্রবার প্রাথমিক ভাবে ৫৯ লক্ষের মতো ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কমিশন।
এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব শেষ। উপযুক্ত ভোটার বাছাইয়ের এই পর্বে রাজ্যে প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিপুল সংখ্যক আবেদনকারীর শুনানির সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় বিএলও-দের কাছে সব থেকে বড় বিষয় ভোটার তালিকায় নামের ভুল-ঠিক যাচাই।
কমিশন সূত্রে জানা গিয়েছে, কোন কোন মানদণ্ডের ভিত্তিতে কোনও ভোটারকে শুনানিতে ডাকা হবে, সফটওয়্যারে তা দাখিল করার কাজ চলছে। তার ভিত্তিতেই ‘সিস্টেম’ থেকে ভোটারদের শুনানির নোটিস জারি হবে।
যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার ভক্ত যেখানে টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় ফুটবলারের এক ঝলক দেখতে পেলেন না, সেখানে মেসির সঙ্গে অভিনয় জগতের তারকাদের ছবি তোলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ‘ট্রোলড’ হচ্ছেন অভিনেত্রী।
জীবনের যে সব মুহূর্ত আমাদের বিব্রত, লজ্জিত করতে পারে, যা কিছু আমরা আড়াল করতে চাই— অপরের থেকে তো বটেই, এমনকি নিজের থেকেও— সে সবই গান্ধী একেবারে উন্মুক্ত করে দিয়েছেন।
ট্রাম্পের আশপাশে এক দল মহিলা থাকেন, তাঁরা কেবলই বলেন, রক্ষণশীল নারীবাদ কত ভাল ছিল, মেয়ে-পুরুষের প্রভেদ মেনে নিয়ে মহিলাদের দুঃখ ঘোচানোর কথা বলতেন!
বিধানসভা নির্বাচনের আগে কেরলে ছিল পুর-নিগম, পুরসভা, এবং তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। সব স্তরেই এ বার প্রথম শক্তি হিসেবে উঠে এসেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। যে ৬টি পুর-নিগমে ভোট হয়েছে, তার মধ্যে চারটিই এ বার ছিনিয়ে নিয়েছে ইউডিএফ।
ট্যুরিস্ট গাইড অসিতকুমার চলে এসেছেন, অবাক হয়ে দেখছেন, ভোরের আলোয় দেবীর মতো দেখাচ্ছে তাঁকে।
দুলাল ওদের বোঝাতে পারে না, রিকশার প্যাডেলে পা ছোঁয়ালে তার বুড়ো হাড় ভেলকি দেখায়।