Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪

আজ রুপোর দাম

যে কোনও উৎসবে কেনাকাটায় পূর্ণতা দেয় মানানসই অলঙ্কার। আর বাঙালির অলঙ্কারে সোনার পাশাপাশি রুপোর গুরুত্বও অপরিসীম। উপহার হোক বা সঞ্চয়, রুপো বঙ্গ জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ০৮ সেপ্টেম্বর, ২০২৪ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৮১৮৫০ টাকা, যা গত দিনের থেকে -২.০৯ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৮১৯৫০ টাকা, গত দিনের তুলনায় এই দামের পরিবর্তন হয়েছে -২.০৯ শতাংশ।

Advertisement

গত এক সপ্তাহে কলকাতায় রুপোর দাম

(৩১ অগস্ট, ২০২৪ - ০৭ সেপ্টেম্বর, ২০২৪)

কলকাতায় রুপোর দামের হিসাবনিকাশ

কতটা রুপো লাগবে আপনার? পরিমাণ অনুযায়ী জেনে নিন দাম
রুপোর প্রকার
আপনার বাজেট *
০৮/০৯/২০২৪ তারিখে আপনার বাজেট অনুযায়ী আপনি কিনতে পারবেন
০.০০ গ্রাম
*জিএসটি এবং টিসিএস আলাদা

প্রশ্নোত্তরে কলকাতায় রুপোর দাম

উপরের দাম কি সমস্ত কর সমেত?

উপরোক্ত রুপোর দামগুলি সমস্ত করমুক্ত। রুপো কিনলে উপরের দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস।

এই রুপোর দাম কি কলকাতার বাইরেও প্রযোজ্য?

উপরের রুপোর দাম কেবল কলকাতার জন্যই প্রযোজ্য। দেশের বিভিন্ন শহর, এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও এই ধাতুর দামে হেরফের হতে পারে।

রুপো কিনলে কত পরিমাণে জিএসটি দিতে হয়?

রুপো দামের সঙ্গে ৩% এবং মজুরির উপর ৫% জিএসটি ধার্য করা হয়।

৯৯৯ রুপো কী?

৯৯৯ রুপোয় বিশুদ্ধতার পরিমাণ ৯৯.৯০ শতাংশ। এই ধরনের রুপো সাধারণত বাট হিসাবে বিক্রয় করা হয়।

রুপোর দাম কিসের উপর নির্ভর করে?

বাজারে জোগান এবং চাহিদা, ব্যাঙ্কের সুদের হার, মুদ্রাস্ফীতি-সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনাবলি রুপোর দামকে প্রভাবিত করে।

রুপোর গয়নায় কত শতাংশ রুপো থাকে?

রুপো কতটা বিশুদ্ধ, বেশির ভাগ ক্ষেত্রেই তার উল্লেখ থাকে। যদি ৯৭০ লেখা থাকে তা হলে সেই অলঙ্কারে রুপোর পরিমাণ ৯৭ শতাংশ, যদি ৯২৫ লেখা থাকে, তা হলে সেখানে রুপোর পরিমাণ ৯২.৫ শতাংশ।

আরও খবর

Advertisement