E-Paper

একধাক্কায় বাড়ল ৩১০০ টাকা, এ বার ২.১ লক্ষের গণ্ডিও পেরিয়ে গেল রুপো

এ দিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দাম অবশ্য ১৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৩৩,০০০ টাকা। ৩% জিএসটি যোগ করে ১,৩৬,৯৯০ টাকা। গয়নার হলমার্ক সোনা ১,২৬,৪৫০ টাকায় পৌঁছেছে। কর নিয়ে ১,৩০,২৪৩.৫।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:০৫

— প্রতীকী চিত্র।

দু’লক্ষ পেরনোর কয়েক দিনের মধ্যেই এ বার জিএসটি ধরে ২.১ লক্ষ টাকার গণ্ডিও পেরিয়ে গেল রুপোর দাম। শনিবার এক ধাক্কায় ৩১০০ টাকা বাড়ল এক কেজি খুচরো রুপো। দিনের শেষে থামল ২,০৪,৮০০ টাকায়। কর নিয়ে তার দাম দাঁড়াল ২,১০,৯৪৪ টাকা। রুপোর বাট হল ২,০৪,৭০০ টাকা। জিএসটি-র হিসাব কষলে ২,১০,৮৪১ টাকা। সব মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত রুপোর দাম বেড়েছে ১১৮,৪৫০ টাকা। যা ক্রেতা-বিক্রেতা মহলের ঘুম কাড়ছে।

এ দিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দাম অবশ্য ১৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৩৩,০০০ টাকা। ৩% জিএসটি যোগ করে ১,৩৬,৯৯০ টাকা। গয়নার হলমার্ক সোনা ১,২৬,৪৫০ টাকায় পৌঁছেছে। কর নিয়ে ১,৩০,২৪৩.৫।

বাজার মহলের মতে, সোনার চড়া দামের কারণে তার বিকল্প হিসেবে সাধারণ মানুষ রুপোর দিকে ঝুঁকছিলেন। তার উপরে লগ্নিকারীদের একাংশও এখন সুরক্ষিত গন্তব্য হিসেবে সোনা-রুপোর মতো ধাতুকে বেছে নিচ্ছেন। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি তাতে পুঁজি ঢালছে। ফলে সোনার পাশাপাশি বাড়ছে রুপোয় আগ্রহ। এ দিকে বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল, প্রতিরক্ষা সরঞ্জাম-সহ বিভিন্ন শিল্প গতি পাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে সেগুলিতে রুপোর ব্যবহার বৃদ্ধি পাওয়া বছরের শেষে গিয়ে ঠেলে তুলেছে ধাতুটির দামকে।

বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, বাজারে রুপোর চাহিদা ও জোগানের মধ্যে বিশাল তফাত দেখা যাচ্ছে। যে কারণে তার দাম চড়ছে। তবে আগামী দিনে সংশোধনের সম্ভানাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। তবে তাঁদের বক্তব্য, সাময়িক ভাবে দাম নামলেও, দীর্ঘ মেয়াদে তা উপরের দিকেই থাকবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Silver Price Silver Silver Price in Kolkata

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy