দাম চড়ার নিরিখে এক সময় চর্চার কেন্দ্রে ছিল সোনা। কিছু দিন ধরে সেই জায়গাটি নিয়েছে রুপো। শুধু বুধবারই এক দিনের মধ্যে কলকাতায় প্রতি কিলোগ্রাম খুচরো রুপো ৮৭০০ টাকা বেড়ে গিয়েছে। নজির গড়ে পৌঁছেছে ১,৮৭,৭৫০ টাকায়। জিএসটি নিয়ে ১,৯৩,৩৮২.৫০ টাকা। এ দিন ১০ গ্রাম খুচরো সোনা (২৪ ক্যারাট) ৫৫০ টাকা বেড়ে হয়েছে ১,২৯,০০০ টাকা। সংশ্লিষ্ট মহলের দাবি, সোনার দাম বাড়তে থাকায় অনেকেই ঝুঁকেছিলেন রুপোর দিকে। ফলে রুপোর গয়না এবং বাসন, দু’টিরই চাহিদা বেড়ে যায়। এ বার তা কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। দাম ১ লক্ষ টাকা পেরিয়েছিল কিছু দিন আগে। এ বার চোখ ২ লক্ষে। এ বছরের মধ্যেই তা হতে পারে।
জোগান কমে যাওয়া দাম বৃদ্ধির প্রধান কারণ, দাবি বিশেষজ্ঞদের। এ দিন সেনকো গোল্ডের এমডি শুভঙ্কর সেন বলেন, ‘‘রুপোর খনিতে উৎপাদন কমছে। এতে সরবরাহ কমায় লাফিয়ে বাড়ছে দাম।’’ তাঁর দাবি, চাহিদা বৃদ্ধির কারণ একাধিক। জেট বিমান, মহাকাশ যান, সেমিকনডাক্টর-সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি সমেত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রুপো অপরিহার্য। যেগুলির নির্মাণ দ্রুত বাড়ছে দেশে। দায়ী সাধারণ মানুষের কেনার চাপও। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে বলেন, ‘‘বিশ্ব জুড়ে লগ্নির অনিশ্চিত বাজারে সোনা-রুপোয় লগ্নি বেড়েছে। আবার সোনা আকাশছোঁয়ায় অনেকে আঁকড়ে ধরেছেন রুপোকে। বড় লগ্নিকারীরা পণ্য লেনদেনের বাজারে এই ধাতু কিনছেন। সাধারণ লগ্নিকারীদের অনেকে বেছে নিচ্ছেন, সিলভার ইটিএফ (রুপো নির্ভর এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড)-কে। কেউ কেউ সোনার বদলে রুপোর গয়না, বাসন কিনছেন। এগুলি দাম বৃদ্ধির বিশেষ কারণ।’’
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ কাবরার বার্তা, রুপোর এই হারে দাম বৃদ্ধি স্বাভাবিক। কারণ, ঐতিহাসিক ভাবে সোনার দাম বৃদ্ধির সঙ্গে রুপোর মাথা তোলার সমীকরণ রয়েছে। একটি নির্দিষ্ট অনুপাতে তা বাড়ে। সাধারণ ভাবে এক আউন্স সোনার দামের সমান হওয়া উচিত ৬৫-৭৫ আউন্স রুপোর দর। এ দিন বিশ্ব বাজারে বাজারে প্রতি আউন্স সোনা এবং রুপো ছিল যথাক্রমে ৪২০০ এবং ৬১ ডলার। অর্থাৎ এক আউন্স সোনার দামে মিলছে ৭০ আউন্স রুপো। কাবরা বলেন, ‘‘এখন সোনা-রুপোর দামের অনুপাত প্রায় ঠিক জায়গায় চলে এসেছে। তাই সোনা না চড়লে রুপো নিয়ে আশঙ্কা কম।’’
বস্তুত, পরিসংখ্যানে প্রকাশ গত এক মাসে অনেক দ্রুত হারে বাড়তে দেখা গিয়েছে রুপোকে। কলকাতায় ১০ নভেম্বর থেকে ১০ গ্রাম (২৪ ক্যারাট) খুচরো সোনার দাম বেড়েছে ৫৯০০ টাকা। এই সময়ে প্রতি কিলো খুচরো রুপোর ক্ষেত্রে তা ৩৪,৯৫০।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)