‘একটি গৃহপ্রবেশ’ (গৃহ যজ্ঞ)-এর অনুষ্ঠান হল একটি শুভ মুহূর্ত। যখন কোনও ব্যক্তি প্রথম বার কোনও নতুন বাড়িতে প্রবেশ করে, তখন গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়। আবার যখন কোনও সম্পত্তি কেনা হয় বা নতুন বাড়িতে স্থানান্তরিত হতে হয়, তখনও একটি শুভদিনে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয় সৌভাগ্য লাভের জন্য। অর্থাৎ, শুধু মালিকের জন্যই নয়, সমগ্র পরিবারের জন্যও এটি গুরুত্বপূর্ণ। বাস্তু অনুযায়ী, একটি ঘর পাঁচটি উপাদান দ্বারা গঠিত হয়—সূর্য, পৃথিবী, জল, আগুন ও বায়ু। একটি ঘরে এই উপাদানগুলির সঠিক সংমিশ্রণ, সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই অনুষ্ঠানের জন্যএকটি তামার পাত্র জল দিয়ে ভরা হয় এবং তাতে নয় ধরনের শস্য ও একটি মুদ্রা রাখা হয়। একটি নারকেল পাত্রটির উপর রাখা হয় এবং পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেবাড়ির একজন এটি নিয়ে ঘরে প্রবেশ করে।