মেষ এ বছর জাতকের উদরপীড়া,বায়ু-অম্ল-শ্লেষ্মা ঘটিত ব্যাধি, অর্শাদি গুহ্যরোগ,পায়ে আঘাতপ্রাপ্তি বা বেদনানুভব জনিত ক্লেশভোগ অবশ্যম্ভাবী। প্রভূত অর্থব্যয় হলেও তুলনামূলক ভাবে অধিক ধনসঞ্চয়ে সক্ষম হবেন।
অধিক ব্যয় হলেও তা অপব্যয় হবে না। প্রশাসনিক কর্মে লিপ্ত ব্যাক্তিরা ও ব্যবসায়ীরা, বিশেষত ঔষধ ব্যবসায়ীরা উন্নতিলাভ করবেন অনেক বেশি। বিশেষ কোনও কৃতিত্ব প্রদর্শনের ফলে খ্যাতিলাভ ও সম্পদ বৃদ্ধি হতে পারে। ভ্রাতৃভাব শুভাশুভ মিশ্রিত। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে একাধিক বার সদ্ভাব ক্ষুণ্ণ হওয়ার উপক্রম হতে পারে, কিন্তু সদ্ভাব নষ্ট হবে না। কোনও এক ভ্রাতার (সম্ভবত জ্যেষ্ঠ ভ্রাতার) শারীরিক ক্লেশের জন্য দুঃখভোগ অসম্ভব নয়। ক্ষেত্রবিশেষে জ্যেষ্ঠ ভ্রাতার জীবনাবসানও ঘটতে পারে। পুত্র-কন্যাদের স্বাস্থ্যের অবনতির যোগ নেই। তাদের আচরণে মনঃকষ্ট সৃষ্টি হতে পারে, তবে তা সাময়িক। একটি সন্তানের কৃতিত্বে মুখোজ্জ্বল হবে ও আনন্দ বৃদ্ধি পাবে। পরীক্ষার ফল নিজের অনুকূলে থাকবে। নতুন সদ্বন্ধুলাভ ও তাঁর প্রচেষ্টায় কর্মের প্রসার ও প্রসিদ্ধিলাভের যোগ। অবিবাহিতদের বিবাহ, বিবাহিতের সুপুত্র লাভ সম্ভব। পিতা-মাতার স্বাস্থ্যের কিঞ্চিৎ অবনতি এবং তার জন্য অর্থব্যয়ের যোগ রয়েছে। গুপ্তশত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। অবশ্য এ বছর শত্রুকুল পরাভব স্বীকারে বাধ্য হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy