WB UG Admission 2025

মাইক্রোবায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ, আবেদন গ্রহণ করবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

অনলাইনে আবেদন পাঠাতে পারবেন আগ্রহী পড়ুয়ারা। তবে, যাঁরা সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল মারফত আগেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৬
Raiganj University.

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের পর ফাঁকা আসনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের মতো ভর্তি নিতে শুরু করেছে। সেই মতো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার একাধিক বিষয়ে ভর্তির জন্য পোর্টাল চালু করা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের তরফে কোন বিভাগে কত আসন খালি রয়েছে, তা-ও জানানো হয়েছে।

Advertisement

কোন বিভাগে কত আসন?

গণিত ১৭ প্রাণিবিদ্যা ১৩

উদ্ভিদবিদ্যা ২৩ রসায়ন ১৮

কম্পিউটার সায়েন্স ১৯ পদার্থবিদ্যা ২১

মাইক্রোবায়োলজি ১৮ সেরিকালচার ২১

বাংলা ৫৩ ইংরেজি ৩৫

ইতিহাস ৩৯ সংস্কৃত ৬৩

ভূগোল ১৯ অর্থনীতি ৬৭

দর্শন ৫৭ রাষ্ট্রবিজ্ঞান ২৯

সোশিয়োলজি ১৮ কম্পিউটার অ্যাপ্লিকেশন ১৮

এডুকেশন ১৮ হিসাবশাস্ত্র ৪৭

বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ২১

উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তির আবেদন জানানোর সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইন পোর্টাল মারফত ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে হবে।

যাঁরা সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল মারফত আগেই ভর্তি হয়ে গিয়েছেন, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন না। কোনও পড়ুয়া যদি এই নিয়ম না মানেন, সে ক্ষেত্রে নথি যাচাইয়ের সময় তাঁর ভর্তি বাতিল করা হবে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন