WBBSE 2026 admit card release

কবে থেকে পাওয়া যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

আগামী ২০ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৩৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ২০ জানুয়ারি।

Advertisement

ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। পর্ষদ সূত্রের খবর, এখন‌ও পর্যন্ত পরীক্ষায় বসার জন্য প্রায় ১০ লক্ষের কাছাকাছি পড়ুয়ার নাম নথিভুক্ত করেছে।

এ বছর মাধ্যমিক পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রতি দিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট অর্থাৎ ১০টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। ১১টা থেকে শুরু মূল পরীক্ষা।

পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১১টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে।

মিউজ়িক, ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল পরীক্ষা নেওয়া হবে দু’ঘণ্টা ১৫ মিনিট ধরে। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর থিয়োরি পরীক্ষা হবে দু’ঘন্টা ৪৫ মিনিট ধরে। ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট।

Advertisement
আরও পড়ুন